#শ্রীরামপুর: করোনার ছায়া এবার কুমোরপাড়ায়। সামনের সপ্তাহেই অন্নপূর্ণা পুজো। বায়না হয়েছে। প্রতিমাও তৈরি। কিন্তু নিতে আসবে কে? মাথায় হাত শ্রীরামপুরের কুমোরপাড়ার শিল্পীদের।
১লা এপ্রিল অন্নপূর্ণা পুজো। কুমোরপাড়ায় প্রতিমা তৈরি হলেও, করোনা সতর্কতায় পুজো অনিশ্চিত অনেক জায়গাতেই। তাই হাজার হাজার টাকা খরচ করে প্রতিমা তৈরির পরেও ক্ষতির মুখে প্রতিমা শিল্পীরা। ঠাকুর নেওয়ার লোক নেই। ঠাকুর বওয়ার লোকও নেই।
মা অন্নপূর্ণার গড়ন এমনই, প্রতিমার সাজগোজ বদলে লক্ষ্মী, সরস্বতী বানানোর জো নেই। বড়জোর দুর্গাপুজোর আগে কাঠামোটা কাজে আসতে পারে। তাই এখন ক্ষতি মেনে নেওয়া ছাড়া কোনও উপায়ই নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Annapurna Puja, Coronavirus, অন্নপূর্ণা পুজো, করোনা ভাইরাস