#বর্ধমান: সকাল দুপুর সন্ধে- কামাই নেই কখনওই। রাস্তায় ছুটছে নম্বর প্লেটহীন মোটর বাইক। মোটর বাইকে নম্বর না লাগানোই যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানের গঙ্গাপাড়ের মন্দির শহর কালনায়। নম্বর প্লেটহীন মোটর বাইকের দৌরাত্ম্য রুখতে এবার পথে নামল কালনা থানার পুলিশ। মোটর সাইকেলে নাম্বার প্লেট নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।কালনার এস টি কে কে রোডের বৈদ্যপুরে অতর্কিতে অভিযান শুরু করে কালনা থানার পুলিশ। সেই অভিযানে বৈধ কাগজপত্র ও নম্বর প্লেট না থাকা দশটি মোটর সাইকেল আটক করা হয়। তবে মোটর সাইকেল মালিক বা আরোহীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা বা আর্থিক জরিমানা আদায় করা হয়নি। তাদের বৈধ কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলা হয়েছে। তবে সেই কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে কালনা থানা সূত্রে জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman