হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নম্বর প্লেট ছাড়াই রাস্তায় ছুটছে মোটর সাইকেল! কালনায় অভিযান পুলিশের

নম্বর প্লেট ছাড়াই রাস্তায় ছুটছে মোটর সাইকেল! কালনায় অভিযান পুলিশের

সেই অভিযানে বৈধ কাগজপত্র ও নম্বর প্লেট না থাকা দশটি মোটর সাইকেল আটক করা হয়।

  • Share this:

#বর্ধমান: সকাল দুপুর সন্ধে- কামাই নেই কখনওই। রাস্তায় ছুটছে নম্বর প্লেটহীন মোটর বাইক। মোটর বাইকে নম্বর না লাগানোই যেন ট্রেন্ড হয়ে  দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানের গঙ্গাপাড়ের মন্দির শহর কালনায়। নম্বর প্লেটহীন মোটর বাইকের দৌরাত্ম্য রুখতে এবার পথে নামল কালনা থানার পুলিশ। মোটর সাইকেলে নাম্বার প্লেট নিশ্চিত করতেই এই অভিযান বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।কালনার এস টি কে কে রোডের বৈদ্যপুরে অতর্কিতে অভিযান শুরু করে কালনা থানার পুলিশ। সেই অভিযানে বৈধ কাগজপত্র ও নম্বর প্লেট না থাকা দশটি মোটর সাইকেল আটক করা হয়। তবে মোটর সাইকেল মালিক বা আরোহীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা বা আর্থিক জরিমানা আদায় করা হয়নি। তাদের বৈধ কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে বলা হয়েছে। তবে সেই কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে বলে কালনা থানা সূত্রে জানা গিয়েছে।পুলিশ অফিসাররা বলছেন, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে অপরাধ করার সময় নম্বর প্লেটহীন মোটর সাইকেল ব্যবহার করে দুষ্কৃতীরা। দিন দিন সেই ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। সবাই নম্বর প্লেটহীন মোটর সাইকেল ব্যবহার করলে বিভিন্ন অপরাধে যুক্তদের হদিশ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া গাড়িতে নম্বর প্লেট না থাকা আইন বিরুদ্ধ ব্যাপার। সেজন্যই সকলকে  মোটর বাইকে নম্বর লাগাতে বলা হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে। সবাইকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসাই উদ্দেশ্য। মোটর সাইকেলে নম্বর প্লেট না থাকলে দুর্ঘটনার পর বিমার টাকা পেতেও সমস্যা হতে পারে।

Published by:Akash Misra
First published:

Tags: Bardhaman