বেজে গিয়েছে ২০২১ বিধানসভা নির্বাচনের দামামা। ভোট প্রার্থী হয়ে আগামীকাল মঙ্গলবারই প্রথম নন্দীগ্রামে পা রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন বুধবারই তিনি মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানা যাচ্ছে। তার আগে মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে নন্দীগ্রামের তৃণমূল নেতা কর্মীদের যে উৎসাহ বাড়ছে তা চোখে পড়ার মতো।
তেমনই এলাকার সাধারণ মানুষদের মধ্যেও বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। নন্দীগ্রামের বটতলার একটি বাড়িতে উঠবেন মুখ্যমন্ত্রী। সেই বাড়ির পাশাপাশি বাস করেন যাঁরা, অর্থাৎ মমতা বন্দোপাধ্যায়ের নন্দীগ্রামের অস্থায়ী বাস ভবনের প্রতিবেশী হবেন যাঁরা, সেইসব মানুষদের উৎসাহ গগনচুম্বী! যে বাড়িতে থাকবেন মুখ্যমন্ত্রী, সেই বাড়ি দেখার হিড়িকও পড়ে গিয়েছে ইতিমধ্যেই।
মমতা বন্দোপাধ্যায় আসার পর তাঁকে কাছ থেকে দেখা, তাঁর সঙ্গে কথা বলা, ছবি তোলা যাবে কিনা সেই সব ভাবনায় মেতেছে মানুষ। এই নিয়ে খোঁজ খবরও চালাচ্ছেন তাঁরা। নন্দীগ্রাম গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী অদিতির ভাবনায় আবার মমতা পিসির সঙ্গে সেলফি তোলার পরিকল্পনা!
অদিতির বাড়ির সামনের বাড়িতেই থাকবেন নন্দীগ্রামের তৃণমুল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই সেলফি তোলার আবদার জানাতে চেয়েছে অদিতি। মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেলে সেই সুযোগে তাঁকে অনেক কথাও বলতে চান এলাকার মানুষ। জানা গিয়েছে, প্রথম দফায় আগামীকাল নন্দীগ্রামে এসে পরদিন হলদিয়ার এসডিও অফিসে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসছেন। তাই নন্দীগ্রাম জুড়ে জোর প্রস্তুতিরই ছবি ধরা পড়ছে।
Sujit Bhowmik