#খড়গপুর: মৃত্যুর ১৫ দিন পরও সুশান্ত সিং রাজপুতকে ভুলতে পারেনি খড়গপুর। আত্মঘাতী অভিনেতার স্মরণে শহরে বৃক্ষরোপণ। কাটআউট। রেলশহর চায়, তদন্ত হোক অভিনেতার মৃত্যুর।
সুশান্ত সিং রাজপুত। রেলশহর খড়গপুর ভোলেনি নায়ককে।২০১৫। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শ্যুটিংয়ে দু'দফায় খড়গপুর এসেছিলেন সুশান্ত। বছর কুড়ি আগে খড়গপুর স্টেশনের চাকরিতে যোগ দেওয়া ধোনিকে মনের মনিকোঠায় রেখেছে এই শহর। শুটিংয়ের কয়েকদিনেই সুশান্তকে ভালবেসে ফেলেছিলেন শহরবাসী। ছবিতে খড়গপুর স্টেশনের টিকিট পরীক্ষক মাহির ভারত অধিনায়ক ধোনি হয়ে ওঠার কাহিনিতে সুশান্তের অভিনয় মন জয় করেছিল সকলের। সেই অভিনেতার আত্মঘাতী হওয়ার খবর মন ভেঙে দিয়েছে শহর খড়্গপুরের।
তিন সপ্তাহ হয়ে গেলেও আজও খড়গপুরের হৃদয়ে পর্দার 'মাহি' আছেন সেই একইভাবে। মৃত্যুর ১৪ দিন পার। পটনার রাজীব নগরে অভিনেতার পারলৌকিক কাজ হওয়ার পর সুশান্তকে স্মরণ করলেন ধোনির রিয়েল লাইফের বন্ধুরা। বোম্বে টকিজের সামনে বৃক্ষরোপন। কাটআউট।
ধোনির বডি ল্যাঙ্গুয়েজ, খেলার ধরণ, বাইক চালানোর ধরণ রপ্ত করতে খড়্গপুরের অলিগলি ঘুরে বেরিয়েছিলেন সুশান্ত। ভরসার সঙ্গী হয়ে উঠেছিলেন ধোনির পুরনো বন্ধুরাই। সেরসা স্টেডিয়ামে ক্রিকেট খেলা, গাড়ি থেকে নেমে ফুচকা খাওয়া.....সুশান্তের হাসিমুখটাকে কিছুতেই ভুলতে পারছে না খড়গপুর। বাস্তবে ধোনি খড়গপুর থেকে রেলের চাকরি ছেড়ে ছিলেন হঠাৎ। হঠাৎ চলে গেলেন পর্দার মাহিও। এবারও কাউকে কিছু না বলে। খড়গপুর চায় হাসিখুশি থাকা সুশান্তের মৃত্যুর তদন্ত হোক। শাস্তি পাক দোষীরা।