Home /News /south-bengal /
মর্গে পচছে ১২টি দেহ, দুর্গন্ধে জেরবার বোলপুর সিয়ান হাসপাতাল, বিক্ষোভে রোগীর আত্মীয়েরা

মর্গে পচছে ১২টি দেহ, দুর্গন্ধে জেরবার বোলপুর সিয়ান হাসপাতাল, বিক্ষোভে রোগীর আত্মীয়েরা

representative image

representative image

মর্গে পচছে মৃতদেহ, দুর্গন্ধে জেরবার রোগী, রোগীর আত্মীয়েরা! ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল বোলপুর সিয়ান হাসপাতাল ।

 • Share this:

  #বোলপুর: মর্গে পচছে মৃতদেহ, দুর্গন্ধে জেরবার রোগী, রোগীর আত্মীয়েরা! ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল বোলপুর সিয়ান হাসপাতাল। মর্গের পাশেই লেবার রুম, পচা দেহের দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত রোগী ও রোগীর আত্মীয়দের! অভিযোগ, সুপারকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

  বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে যে লেবার রুম রয়েছে তার পাশ দিয়ে দুর্গন্ধের কারণে যাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, মর্গে দেহ পচে যাওয়ায় এই দুর্গন্ধ। হাসপাতাল সূত্রে খবর, মর্গের ভিতরে রয়েছে ১২টি দেহ। লকডাউন ও করোনা ভাইরাসের আতঙ্কে দেহগুলি ঠিক সময়ে ডিসপোজ করা যায়নি। মর্গের ফ্রিজগুলিও বিকল হয়ে গিয়েছে। কাজেই  মৃতদেহ থেকে পচা গন্ধ ছড়াচ্ছে। রোগীর আত্মীয় পরিজনেদের অভিযোগ, এই বিষয়ে সুপারকে জানালেও কোনও সুরাহা মেলেনি। কাজেই বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতাল গেটের সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Bolpur sian hospital

  পরবর্তী খবর