#হাওড়া: এমআরআই মেশিনের ভিতরেই দু' ঘণ্টা আটকে থাকলেন রোগী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড়ের একটি নার্সিং হোমের বিরুদ্ধে৷ রোগীর পরিবারের আরও অভিযোগ, প্রশিক্ষণ বিহীন কর্মীকে দিয়েই এমআরআই-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে গিয়েই এই বিপত্তি৷ ক্ষুব্ধ রোগীর পরিবারের বিক্ষোভে দীর্ঘক্ষণ ধরে ওই নার্সিং হোমে অচলাবস্থা তৈরি হয়৷ শেষ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত এক কর্মীকে নিয়ে এসে ওই রোগীকে এমআরআই মেশিন থেকে বের করা হয়৷
মুমতাজ বেগম নামে ওই রোগীর পরিবারের অভিযোগ, এ দিন বিকেলে এমআরআই করানোর জন্য ওই গৃহবধূকে ডোমজুড়ের নার্সিং হোমে আনা হয়৷ কিন্তু এমআরআই করাতে নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও রোগীকে বের করা হচ্ছে না দেখে এমআরআই রুমে ঢুকে পড়েন ওই যুবতীর স্বামী৷ তাঁর দাবি, যে কর্মী এমআরআই মেশিন চালাচ্ছিলেন, তার সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না৷ ফোনে অন্য কারও থেকে শুনে শুনে মেশিন চালাচ্ছিলেন তিনি৷
অভিযোগ ওই কর্মীর ভুলেই পরীক্ষা চলতে চলতেই মাঝপথে আটকে যায় মেশিন৷ তখন রোগীর শরীরের অর্ধেক এমআরআই মেশিনের ভিতরে৷ ফলে তাঁকে বের করে আনাও সম্ভব হয়নি৷
এই ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে পরিচিতদের খবর দিয়ে নার্সিং হোমে আসতে বলেন গৃহবধূর স্বামী৷ এ দিকে মেশিনের ভিতরে আটকে থেকে আরও অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ৷ নার্সিং হোমে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা৷ শেষ পর্যন্ত অন্য একজন কর্মীকে ডেকে এনে মেশিন চালু করে ওই রোগীকে বের করে আনা হয়৷
এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়৷ ডোমজুড় থানাতেও অভিযোগ জানাতে যান রোগীর আত্মীয়রা৷ শেষ পর্যন্ত অবশ্য অভিযোগ দায়ের করেননি তাঁরা৷ এই ঘটনায় নার্সিং হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে৷ অন্যান্য রোগীর আত্মীয়রাও ঘটনা শুনে আতঙ্কিত৷ নার্সিং হোম কর্তৃপক্ষের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তবে যে কর্মী এসে ওই মহিলাকে এমআরআই মেশিন থেকে বের করেন, তাঁর দাবি তিনি এ দিনই ওই নার্সিং হোমে কাজে যোগ দিয়েছেন৷ তাঁর আগে অন্য একজন কর্মী মেশিন চালাচ্ছিলেন৷ ওই কর্মী প্রশিক্ষিত কি না, তা তিনি বলতে পারবেন না৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah