#কল্যাণী: হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর দেহ উদ্ধার হাসপাতালে গেটের বাইরে। কল্যানীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ঘটনা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম চন্দ্রনাথ বসাক (৫৮)। বাড়ি পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে। গত সোমবার বুকে যন্ত্রণা নিয়ে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় চন্দ্রনাথ বসাককে। রুটিন মাফিক তাঁর করোনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে মেডিক্যালের মেডিসিন ওয়ার্ড থেকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।
পরিবারের অভিযোগ রাতেই আইসোলেশন ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান চন্দ্রনাথ বসাক। বারবার হাসপাতালকে জানিয়েও কোনও সাহায্য পাওয়া যায়নি কর্তৃপক্ষের তরফে। এরপর বুধবার দুপুরে প্রসূতি বিভাগের পাশে হাসপাতালের গেটের বাইরে চন্দ্রনাথ বসাকের অচৈতন্য দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এ দিনের ঘটনার পরে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার পরে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। যদিও এখনও কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পরিবার। তবে কীভাবে সকলের নজর এড়িয়ে আইসোলেশন ওয়ার্ড থেকে রোগী বাইরে বেরিয়ে গেল, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল অসন্তোষ। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়েরা।
Ranjit Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kalyani, Kalyani JNM hospital