• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আড়াই ঘণ্টা বন্ধ আপ-ডাউন ট্রেন চলাচল, সোদপুরের অবরোধে যাত্রীদের ভোগান্তি

আড়াই ঘণ্টা বন্ধ আপ-ডাউন ট্রেন চলাচল, সোদপুরের অবরোধে যাত্রীদের ভোগান্তি

সোদপুরে অবরোধের জেরে অফিস টাইমে তীব্র ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। ট্রেন না পেয়ে সোদপুর স্টেশন লাগোয়া বি টি রোডে অনেকেই ভিড় জমান।

সোদপুরে অবরোধের জেরে অফিস টাইমে তীব্র ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। ট্রেন না পেয়ে সোদপুর স্টেশন লাগোয়া বি টি রোডে অনেকেই ভিড় জমান।

সোদপুরে অবরোধের জেরে অফিস টাইমে তীব্র ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। ট্রেন না পেয়ে সোদপুর স্টেশন লাগোয়া বি টি রোডে অনেকেই ভিড় জমান।

 • Share this:

  #কলকাতা: সোদপুরে অবরোধের জেরে অফিস টাইমে তীব্র ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। ট্রেন না পেয়ে সোদপুর স্টেশন লাগোয়া বি টি রোডে অনেকেই ভিড় জমান। ফলে, তীব্র যানজট দেখা দেয় রাস্তায়। আড়াই ঘণ্টার অবরোধে স্তব্ধ হয়ে পড়ে শিয়ালদহ স্টেশনও। সোদপুরে আড়াই ঘণ্টার অবরোধে ব্যাহত হল শিয়ালদহ মেন লাইনের ট্রেন চলাচল। অফিস টাইমে তীব্র নাজেহাল হলেন শিয়ালদহ মেন লাইনের যাত্রীরা। বৃহস্পতিবার, সকাল ১০.২৭-য় শিয়ালদহ ছাড়ে আপ লোকাল। তারপর থেকে প্রায় আড়াই ঘণ্টা আপ ও ডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে, স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে ক্রমশই বাড়তে থাকে ক্ষোভ, বিরক্তি। একই ছবি ছিল, সোদপুর স্টেশনেও। ট্রেন বন্ধ দেখে অনেকেই স্টেশন লাগোয়া বি টি রোড ধরে কলকাতার উদ্দেশে রওনা দেন। প্রাণের ঝুঁকি নিয়েই ম্যাটাডোরে চড়ে রওনা দেন তাঁরা। বি টি রোডে যাত্রীদের চাপ বাড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে বি টি রোড। দেখা দেয় যানজট। বহুদিন ধরেই সোদপুর স্টেশনে সাবওয়ের দাবি স্থানীয় বাসিন্দাদের। ২০১৪ সালে শুরু হলেও, এখনও চলছে প্রকল্পের নির্মাণকাজ। বেলায় অবরোধ উঠলেও, ব্যস্ত সময়ে ব্যাহত হয় রেল পরিষেবা।

  First published: