#বেলঘরিয়া: রণক্ষেত্র বেলঘরিয়া স্টেশন ৷ শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ ৷ ট্রেন চলাচলে দেরি হওয়ায় অবরোধে সামিল যাত্রীরা ৷ লাইনের উপর থেকে নিত্যযাত্রীদের তুলতে গিয়ে পাথরবৃষ্টিতে আহত পুলিশ ৷ দাঁড়িয়ে থাকা ট্রেন লক্ষ করে ইট ছুঁড়তে থাকে যাত্রীরা ৷
প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলছে বেলঘরিয়ায় ট্রেন অবরোধ । আজ সকালে বারাকপুর-পলতার মাঝে এক নম্বর আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন নম্বর-সহ অন্য লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা হয়। বিভিন্ন জায়গায় আটকে পড়ে ট্রেন। অনেক ট্রেন ধীরগতিতে চলে ট্রেন। তাতেই ক্ষিপ্ত হয়ে বেলঘরিয়া স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা।
তাঁদের অভিযোগ, ট্রেনের গণ্ডগোল নিয়ে কোনও ঘোষণা হয়নি। পুলিশ অবরোধ তুলতে এলে অবরোধকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়তে শুরু করেন যাত্রীরা। ঘটনায় এক পুলিশকর্মী-সহ দুই যাত্রী গুরুতর আহত হন। দুই যাত্রীর মাথা ফেটে গেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sealdah, Train Service Disrupted