• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • গেঁওখালি ত্রিবেনী সঙ্গমের কাছে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী জাহাজ

গেঁওখালি ত্রিবেনী সঙ্গমের কাছে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী জাহাজ

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

 • Share this:

  মহিষাদল: অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীবাহী জাহাজ। শুক্রবার বিকেল কলকাতা থেকে একটি যাত্রীবাহী জাহাজ আন্দামান পড়ি দিয়েছিল। মহিষাদলের গেঁওখালী ত্রিবেনী সঙ্গমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জেটিতে ধাক্কা মারে। তবে জেটির কিছু অংশ ভেঙে গেলেও জাহাজের কোন ক্ষতি হয়নি। জাহাজের মধ্যে থাকা নাবিকদের চেষ্টায় জাহাজটিকে মাঝ নদীতে নিয়ে যেতে সক্ষম হয়।

  তবে আহতের কোনও খবর নেই। নাবিকদের ১ ঘণ্টার চেষ্টায় জাহাজটি আন্দামানের উদ্দ্যেশ্যে রওনা দেয়। তবে দুর্ঘটনার সময় জাহাজের যাত্রীদের চিৎকারে স্থানিয় মানুষজন থেকে প্রশাসনিক কর্তারে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়ার পর রূপনারায়ন নদীর পাড়ে স্থানীয় মানুষের উপচে পড়া ভিড়। ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। জেটি থাকায় বড় সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো জাহাজের যাত্রীরা।

  First published: