Home /News /south-bengal /
অমানবিক রেল! স্টেশনেই বিনা চিকিৎসায় যাত্রীর মৃত্যু

অমানবিক রেল! স্টেশনেই বিনা চিকিৎসায় যাত্রীর মৃত্যু

শালিমার স্টেশন

শালিমার স্টেশন

অমানবিক রেল! স্টেশনেই বিনা চিকিৎসায় যাত্রীর মৃত্যু

 • Share this:

  #হাওড়া: শালিমার স্টেশনে বিনা চিকিৎসায় যাত্রীর মৃত্যু। শাকিলা খাতুনের মৃত্যুতে রেলের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। শালিমার স্টেশনে শ্বাসকষ্ট শুরু হয় শাকিলা খাতুনের। স্বামী ও পরিবার বারবার জানালেও সাহায্য করেনি আরপিএফ। 'কিছু হয়নি' বলে গুরুত্ব দেয়নি আরপিএফ অভিযোগ মৃতের পরিবারের।

  আধ ঘণ্টারও বেশি সময় পড়ে রইলেন স্টেশনে। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। চেন্নাই যাওয়ার জন্য শালিমারে আসেন ওই মহিলা গতরাতে ১১.০৫ মিনিটে গুরুদেব এক্সপ্রেস ধরার কথা ছিল। ৪৫ বছরের শাকিলা খাতুন চেন্নাইয়ের বাসিন্দা। বাপের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি।

  First published:

  Tags: Indian Railway, Passenger died, Railway Station

  পরবর্তী খবর