হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'দিদি কিছু ব্যবস্থা করুন', ছেলের হার্টের চিকিৎসায় কাতর আবেদন অসহায় বাবা-মায়ের

'দিদি কিছু ব্যবস্থা করুন', ছেলের হার্টের চিকিৎসায় কাতর আবেদন অসহায় বাবা-মায়ের

বাবা মা এর সাথে ছোট্ট শিবম

বাবা মা এর সাথে ছোট্ট শিবম

Midnapur: ছেলের হার্টে সমস্যা। অপারেশন দরকার। ব্লক থেকে জেলা, এমনকী কলকাতার হাসপাতালে ছুটেও মিলল না সুবিধা।

  • Share this:

পশ্চিম মেদিনীপুর: দিদি’, একটা কিছু ব্যবস্থা করুন। আমার বাচ্চার চিকিৎসার সুযোগ করে দিন। আমরা অন্য কিছু চাই না।” কাতর কন্ঠে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন অসহায় বাবা-মার।

ছেলে আক্রান্ত হৃদরোগে, বিভিন্ন হাসপাতালে ঘুরেও মেলেনি বেড। ছেলের চিকিৎসায় নাজেহাল এক অসহায় দম্পতি। কাতর কন্ঠে বলছেন, “চোখের সামনে আর দেখতে পারছি না। দিনে দিনে বাচ্চাটা আমার নিস্তেজ হয়ে যাচ্ছে।

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর বিমল দোলই ও মল্লিকা দোলই-এর বছর চারেকের ছেলে শিবম হৃদরোগে আক্রান্ত।

আরও পড়ুন- গা জ্বালানো গরম, ‘ভিলেন’ মোকা! তীব্র তাপপ্রবাহের সতর্কতা কোথায় কোথায়, জেনে নিন

একেবারে ছোট বেলাতেই ধরা পড়ে শিবমের এই সমস্যা। ছেলের চিকিৎসায় হন্য হয়ে ছুটেছেন এদিক ওদিক। রোগ ধরা পড়ার পর থেকে চিকিৎসকদের পরামর্শ মত ব্লক স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল এমনকি কলকাতার বিভিন্ন হাসপাতালে বারংবার হন্যে হয়ে ঘুরেও কোনও চিকিৎসা পায়নি শিশুটি, দাবি পরিবারের।

অসুস্থ শিবমের বাবা বিমল দোলই’য়ের অভিযোগ, ‘মেদিনীপুর থেকে বার বার পাঠানো হচ্ছে কলকাতার হাসপাতালে। ৮ থেকে ৯ বার পিজি হাসপাতালে অসুস্থ ছেলেকে নিয়ে গেছি।

প্রতিবারেই প্রেসক্রিপশনের ‘রিগ্রেট নো বেড’ স্ট্যাম্প লাগিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর পারছিনা। অবশেষে গত ৪মে ছেলের চিকিৎসার ব্যবস্থা করার জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত আবেদন জানিয়েছি। কোথায় যাবো কিছুই বুঝতে পারছিনা। বাংলার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দিন। আমাদের ছেলেটাকে বাঁচান। চোখের সামনে আর দেখতে পারছিনা।’

অসুস্থ শিবমের মা মল্লিকা দোলই বলেন, ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছেলেকে পাঠাতাম। বেশকিছুদিন আগে ওখানেই অসুস্থতা ধরা পড়ে। তারপর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন- এ বার দুর্গাপুজোয় নতুন ট্রেন্ড, বৈশাখেই হল খুঁটিপুজো, জানা গেল থিম

চিকিৎসকরা কলকাতায় নিয়ে যেতে বলেন, ‘কলকাতার পিজি হাসপাতাল, মুকুন্দপুর বিভিন্ন জায়গায় নিয়ে গেছি। কোনও চিকিৎসা হয়নি। ডাক্তার বাবুরা বলেছেন, ছেলের হার্টে ফুটো আছে। অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশোন হচ্ছে না। হাসপাতাল থেকে বেড নেই বলে, বার বার আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে ছেলে। আর দেখতে পারছিনা। স্বাস্থ্যসাথী কার্ডও থাকার সত্ত্বেও হচ্ছে না অপারেশন।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্য শংকর সারেঙ্গী বলেন, একমাত্র কলকাতা পিজি হাসপাতাল এবং R N TAGORE হাসপাতালে বাচ্চাদের হার্টের চিকিৎসা হয়। স্বাভাবিকভাবে ডাক্তার বোর্ড থেকে চিকিৎসার সিদ্ধান্ত হয়। তবে আমার কাছে উনারা জানিয়েছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি। ছোট্ট শিবম সুস্থ হয়ে উঠুক, চায় সকলে।

Ranjan Chanda

Published by:Suman Majumder
First published:

Tags: Heart Disease