corona virus btn
corona virus btn
Loading

পুত্রশোক কাটিয়ে বিধবা বৌমার বিয়ে দিলেন শ্বশুরমশাই !

পুত্রশোক কাটিয়ে বিধবা বৌমার বিয়ে দিলেন শ্বশুরমশাই !

পাঁশকুড়ার ভবতারিণী মন্দির। মঙ্গলবার এখানেই গ্রামবাসীকে সাক্ষী রেখে বৌমা উমা মাইতির বিয়ে দিলেন শ্বশুর মুকুন্দ মাইতি।

  • Share this:

#পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর: ছেলে আর নেই। তাই বৌমার বিয়ে দিলেন শ্বশুর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় নজির গড়লেন ডেবরার বাসিন্দা মুকুন্দ মাইতি।

পাঁশকুড়ার ভবতারিণী মন্দির। মঙ্গলবার এখানেই গ্রামবাসীকে সাক্ষী রেখে বৌমা উমা মাইতির বিয়ে দিলেন শ্বশুর মুকুন্দ মাইতি।

মহীশুরে চাকরি করতেন মুকুন্দ মাইতির ছেলে অমিত ৷ ২০১৮ সালের ডিসেম্বরে বাড়ি ফিরছিলেন অমিত মাইতি ৷ সেসময় মহীশুর-হাওড়া এক্সপ্রেসে অসুস্থ হয়ে মৃত‍্যু হয় তাঁর ৷

তারপর মেয়ের মতোই বৌমা উমা মাইতিকে সাত মাস আগলে রেখেছিলেন মুকুন্দ মাইতি। মঙ্গলবার পাঁশকুড়ার স্বপন মাইতির সঙ্গে বৌমার বিয়ে দিলেন তিনিই।

বিয়ের আয়োজনেও ত্রুটি রাখেননি তিনি। নিমন্ত্রিতদের আপ‍্যায়নে ছিল মাছ, মাংস, চিংড়ি, পোস্ত, মিষ্টি সবই।

নিমন্ত্রিত হিসেবে এই উদ‍্যোগে সামিল হয়েছিলেন পাঁশকুড়ার অনেকেই। মুকুন্দ মাইতির উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরাও।

আরও দেখুন---

First published: August 13, 2019, 11:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर