#দুর্গাপুর : পানাগড় ইলামবাজার রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কাঁকসার দু'নম্বর কলোনির কাছে। মৃত বিশ্বজিৎ মালি (২৫) স্থানীয় তিন নম্বর কলোনির বাসিন্দা । বোলপুরের দিক থেকে পানাগড় এর দিকে আসার সময় গর্ত বাঁচাতে গিয়ে একটি ধান বোঝাই ট্রাক নিয়েন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে স্কুটি আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি আরোহীর।
স্কুটির পিছনেই ছিল একটি মোটরবাইক। মোটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ স্কুটিটির পিছনে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় দুই মোটরবাইক আরোহীও।ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও আহতদের হাসপাতালে পাঠায়।পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে। ঘাতক ট্রাকটির চালক পলাতক। স্থানীয় বাসিন্দারা বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভ দেখায়। দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় এক ঘন্টা । রিপোর্ট: জয়ন্ত বিশ্বাস, দুর্গাপুর