#এগরা: চলন্ত বাইকে (Bike) ষাঁড়ের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু হলো বাইক আরোহী এক মহিলার, দুর্ঘটনায় আহত হয়েছে বাইক (Bike) চালক এবং এক শিশু! পটাশপুরের খড়াইমোড় থেকে প্রতাপদিঘী যাওয়ার মাঝে চন্দনপুরের কাছে ষাঁড়ের সঙ্গে মোটর বাইকের ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতার (Death) নাম মৌমিতা পাত্র, বয়স ৩২, বাড়ি এগরা থানার (Purba Medinipore) উলিপুরে।
আরও পড়ুন - Mystery of Aliens: ভিনগ্রহের প্রাণীদের খুঁজতে নয়া মিশন NASA-র, ভর্তি করা হচ্ছে ‘পুরুত মশায়’
একইসঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে বাইক চালক ও বছর পাঁচেক বয়সের এক শিশুকন্যাও।
বাইক (Bike) চালক ও শিশুটিকে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া যায়। পটাশপুর থানার পুলিশ এসে মৃতদেহটি (Death) উদ্ধার করে।
Sujit Bhoumik
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike, Death, Purba medinipur