#কলকাতা: আজ অর্থাত্ শনিবার রাজ্যের বিভিন্ন হাসপাতালে জারি অচলাবস্থা৷ যার নির্যাস, চরম দুর্ভোগের মুখে পড়েছেন রোগীরা৷ সাগর দত্ত হাসপাতাল থেকে শুরু করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, সব জায়গাতেই চিত্রটা একই৷
সাগর দত্ত হাসপাতালে সকাল থেকেই বন্ধ আউটডোর৷ জরুরি বিভাগ খোলা রয়েছে৷ সেখানেই উপচে পড়া ভিড় রোগীদের৷ জেলার হাসপাতালগুলিতেও একই দশা৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বন্ধ আউটডোর৷ জরুরি বিভাগে হাতেগোনা চিকিত্সক৷ হাসপাতালে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা৷
বাঁকুড়া মেডিক্যাল কলেজেও বন্ধ আউটডোর৷ বন্ধ আউটডোরের বাইরে রোগীদের ভিড়৷ পরিষেবা শিকেয় উঠেছে বর্ধমান মেডিক্যাল কলেজে৷ আজও বন্ধ আউটডোর পরিষেবা৷ অচলাবস্থা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও৷
আরও ভিডিও: ডাক্তারদের আন্দোলনে স্তব্ধ হাসপাতাল, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি