• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ৩৩০ বার কান ধরে ওঠবোসের শাস্তি, ছিঁড়ে গেল অপারেশনের সেলাই

৩৩০ বার কান ধরে ওঠবোসের শাস্তি, ছিঁড়ে গেল অপারেশনের সেলাই

Representative Image

Representative Image

৩৩০ বার কান ধরে ওঠবোসের শাস্তি, ছিঁড়ে গেল অপারেশনের সেলাই

 • Share this:

   #হুগলি: স্কুল কামাই করায় ছাত্রকে তিনশো তিরিশবার ওঠবোসের শাস্তি। হুগলির খানাকুলে ঘোষপুর জুনিয়র মাদ্রাসায় এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে সপ্তম শ্রেণির পড়ুয়া। অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখা হবে বলে দায় সেরেছে স্কুল কর্তৃপক্ষ।

  শারীরিকভাবে অসুস্থ থাকায় স্কুলে যেতে পারেনি ছাত্র। সেকারণেই জুটল অমানবিক শাস্তি । ছাত্রকে তিনশো তিরিশবার কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। হুগলির ঘোষপুরের বাসিন্দা ওই কিশোর খানাকুল ঘোষপুর জুনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

  পরিবারের দাবি, অসুস্থ হয়ে পড়ায় সাতদিন স্কুল কামাই করে সে। বুধবার স্কুলে গেলে শিক্ষক মিঠু খাঁ ওই পড়ুয়াকে পেটে ঘুসি খাওয়া অথবা ৩৩০ বার ওঠবোসের শাস্তির নিদান দেন। কান ধরে ওঠবোস করার সময় অজ্ঞানও হয়ে যায় সে। কিছুদিন আগেই হার্নিয়া অপারেশন হয় ওই ছাত্রের। শাস্তির জেরে তাঁর অপারেশনের সেলাই ছিঁড়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার।

  ছাত্রকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতাল, পরে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সেরেছে স্কুল কর্তৃপক্ষ।

  First published: