#সিউড়ি: স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে অপারেশন হল সিউড়ীর এক দুঃস্থ দরিদ্র চা বিক্রেতার।বীরভূমের সিউড়ি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা টিঙ্কু সাঁউ একজন চা বিক্রেতা। গত দুদিন আগে রাতে চায়ের দোকান থেকে বাড়ি ফেরার সময় একটি স্কুটারে ধাক্কা লাগে তার। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে তার পরিস্থিতি জটিল হওয়ায় তাকে বর্ধমান রেফার করে দেওয়া হয়। আর্থিক অনটনের কারণে বর্ধমান যাওয়া হয়নি তার। এরপর ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের তৎপরতায় একদিনের মধ্যেই তার স্বাস্থ্য সাথী কার্ড হয় এবং সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার অপারেশন হয়।
একদিনে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুশি ওই আহত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা। পথ দুর্ঘটনায় আহত টিঙ্কু সাউয়ের স্ত্রীর তাপসী সাউ জানিয়েছেন যে, বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। তারপরে পরিস্থিতি জটিল হয়। আহতকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। কী করবেন কী করবেন না ভেবে পাচ্ছিলেন না তারা। তার মাঝেই স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ হয় ও সিউড়ি পৌরসভাতে গিয়ে উপকৃত হন তারা। সিউড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরই তারা হাতে হাতে পেলেন স্বাস্থ্য সাথী কার্ড, অপারেশন হল এখন শুধু ছুটির অপেক্ষায়।
টিঙ্কুবাবুর স্ত্রী ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি সিউড়ি স্বাস্থ্য সাথীর নোডাল অফিসার সঞ্জয় হাজরা জানিয়েছেন এই ধরনের মানুষের উপকার করতে পেরে তিনি খুশি। পাশাপাশি সিউড়ি সমস্ত এলাকায় নজর রাখা হচ্ছে যে, স্বাস্থ্য সাথীর কার্ড কাদের দরকার অথচ এই সম্পর্কে তারা জানেন না। এমন পরিবার গুলির খোঁজ চালানো হচ্ছে। সিউড়ির বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনও রোগী ভর্তি হলে স্বাস্থ্য সাথী দফতরে জানানোর জন্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news, Swasthya Sathi