• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • হাওড়ায় প্রচন্ড গরমে স্ট্রোকে মৃত ১

হাওড়ায় প্রচন্ড গরমে স্ট্রোকে মৃত ১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

 • Share this:

  #উলুবেড়িয়া: প্রচন্ড গরম ও তাপপ্রবাহের বলি হলেন এক লরি চালক। উলুবেড়িয়া ট্রাক ট্রার্মিনাসের লরির মাথা থেকে উদ্ধার হয় চালকের মৃতদেহ। মৃতের নাম কানাই দিন সিং। পুলিশের অনুমান, প্রচন্ড গরমের জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

  মৃত কানাই দিল সিং উত্তরপ্রদেশের ভানীপুরের বাসিন্দা। বর্তমানে কলকাতায় খিদিরপুর এলাকায় ছিল ওই ব্যক্তির বাড়ি। সোমবার উলুবেড়িয়াতে খাদ্য দফতরের মাল নিয়ে আসেন ওই ব্যক্তি। খিদিরপুর থেকে জিনিস নিয়ে রওনা হওয়ার আগে বীরশিবপুরের ট্রাক টার্মিনাসে বিশ্রাম নেওয়ার সময়ই আচমকা স্ট্রোকে মৃত্যু হয় ওই লরি চালকের।

  আরও পড়ুন

  যে পাঁচটি কারণে এই নজিরবিহীন তাপপ্রবাহ, কী বলছেন বিশেষজ্ঞরা?

  গোটা রাজ্য তাপপ্রবাহে নাজেহাল। আষাঢ় মাসেও দেখা নেই বৃষ্টির ৷ পশ্চিমাঞ্চল তো বটেই ৷ কলকাতাতেও চলবে তাপপ্রবাহের দাপট ৷ তাপমাত্রার পারদ এখন কমার কোনও সম্ভাবনা নেই বলে দাবি করছেন আবহাওয়াবিদরা ৷ আদৌ কবে বৃষ্টির দেখা মিলতে পারে তা সময়ের অপেক্ষা মাত্র ৷ তাপমাত্রার দাপটে স্কুলের ছুটির সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ তবে, শুধু কলকাতাতেই নয় ৷ তাপপ্রবাহের দাপটে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ ৷ পরিসংখ্যান বলছে, গত এক দশকে জুন মাসে তাপমাত্রার পারদ এতটা চড়েনি ৷

  First published: