হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাকি ১১ জন ফিরে এলেও ফিরল না একজন, মাছ ধরতে গিয়ে কী এমন হল! দানা বাঁধছে রহস্য

বাকি ১১ জন ফিরে এলেও ফিরল না কেবল একজন, মাছ ধরতে গিয়ে কী এমন হল! দানা বাঁধছে রহস্য

বিষয়টি নিয়ে জুনপুট কোস্টাল থানার দারস্থ হয়েছেন পরিবারের লোকজন।

  • Share this:

#দিঘা: মৎস্যজীবীদের সঙ্গে মাঝ সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল সে৷ কিন্তু অন্য সকলে বাড়ি ফিরলেও বাড়ি ফিরল না রামনগরের বাসিন্দা এক মৎস্যজীবী। ঘরের ছেলে ঘরে না ফেরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিঘার রামনগর এলাকায়। খুন করে তাঁকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির পরিবার।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর দিঘার রামনগর থানার চাউলখোলার বাসিন্দা নিমাই বেরা সহ-মোট ১৩ জন মৎসজীবী মা দয়াময়ী ট্রলারে মাছ ধরতে বের হন৷ কয়েকদিন পর মাছ ধরে ট্রলারের ১১ জন ফিরে এলেও নিমাই বেরা ফেরেননি৷ তারপরেই আশঙ্কা আরও বাড়তে শুরু করে৷

আরও পড়ুন: ট্রেলারের ধাক্কায় চিঁড়ে চ্যাপ্টা গাড়ি, ভিতরে আটকে ৮ যুবক! হাওড়ায় জোর রক্ষা

 বিষয়টি নিয়ে জুনপুট কোস্টাল থানার দারস্থ হয়েছেন পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, ট্রলারের মাঝি এবং ম্যানেজারের সঙ্গে টাকা পয়সা নিয়ে নিমাই বেরার সঙ্গে আগে থেকে বিবাদ ছিল। ফিশিং শেষ হলে টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মাঝি ও ম্যানেজারের পক্ষ থেকে। বিশেষ চাহিদাসম্পন্ন নিমাইকে মাছ ধরতে বাধা দেওয়া সত্ত্বেও তাকে জোর করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ পরিবারের। তদন্ত চলছে৷
Published by:Rachana Majumder
First published: