#দিঘা: মৎস্যজীবীদের সঙ্গে মাঝ সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল সে৷ কিন্তু অন্য সকলে বাড়ি ফিরলেও বাড়ি ফিরল না রামনগরের বাসিন্দা এক মৎস্যজীবী। ঘরের ছেলে ঘরে না ফেরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিঘার রামনগর এলাকায়। খুন করে তাঁকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে আশঙ্কা করে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির পরিবার।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, গত ২১ নভেম্বর দিঘার রামনগর থানার চাউলখোলার বাসিন্দা নিমাই বেরা সহ-মোট ১৩ জন মৎসজীবী মা দয়াময়ী ট্রলারে মাছ ধরতে বের হন৷ কয়েকদিন পর মাছ ধরে ট্রলারের ১১ জন ফিরে এলেও নিমাই বেরা ফেরেননি৷ তারপরেই আশঙ্কা আরও বাড়তে শুরু করে৷
আরও পড়ুন: ট্রেলারের ধাক্কায় চিঁড়ে চ্যাপ্টা গাড়ি, ভিতরে আটকে ৮ যুবক! হাওড়ায় জোর রক্ষা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।