• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান

নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান

 • Share this:

  #বাঁকুড়া: নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে  বাঁকুড়ায় ৷ এই ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

  বাঁকুড়ার মেজিয়ায় গুলি চালিয়ে আত্মঘাতী এক আইআরবি জওয়ান ৷ মৃত ওই জওয়ানের নাম বিক্রম লামা ৷ মেজিয়ার শশী শেখর রায় বিদ্যাপীঠ স্কুলে ঘটনাটি ঘটে ৷

  স্থানীয় সূত্রে খবর, নির্বাচনের জন্য মেজিয়ার ভুলুই গ্রামে আসে কেন্দ্রীয় বাহিনীর ৬ ব্যাটেলিয়ানের প্রায় ১৫০ জন জওয়ান ৷ মঙ্গলবার দুপুরের খাবার শেষে সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিলেন ৷ সেই সময়ই ঘটনাটি ঘটে ৷ নিজের বন্দুক থেকেই পেটে গুলি চালায় বিক্রম ৷ গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রানীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানেই বিক্রমকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ প্রাথমিক অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই জওয়ান ৷

  First published: