#বর্ধমান: তোলপাড় ফেলে দিল এক চোখের গরু! গল্পকথা নয়, এক্কেবারেই সত্যি! বর্ধমানের একটি গ্রামে জন্ম নিল অদ্বুত এক গরু যার একটামাত্র চোখ! জন্মের পরই গরুটিকে দেখতে ভিড় জমিয়েছে গ্রামের বাসিন্দারা! অনেকেই তাকে ভগবান মনে করে পুজোও করছেন।
এক চোখা গরুটির ছবি এই মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল! গরুর মুখ ও নাক এখনও সঠিকভাবে গঠন হয়নি। গরুটির মালিক জানান, জন্মাবার পর থেকেই গোটা গ্রাম উপচে পড়েছে গরুটিকে এক ঝলক দেখার জন্য। সিংহভাগের মত, ভগবানের ছদ্মবেশে গরুটি এসেছে। চলছে গরু পুজো।
আরও পড়ুন-কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে, অথৈ জলে তাজপুর বন্দর
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, One-eyed cow, Worship