হোম /খবর /দক্ষিণবঙ্গ /
নিজের রাইফেল থেকে গুলি ছুটে বুক এঁফোড় ওঁফোড় হয়ে গেল বিএসএফের জওয়ানের

নিজের রাইফেল থেকে গুলি ছুটে বুক এঁফোড় ওঁফোড় হয়ে গেল বিএসএফের জওয়ানের

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

  • Last Updated :
  • Share this:

    #ইসলামপুর: কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে জখম এক বিএসএফের জওয়ান। গুলিবিদ্ধ জওয়ানকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে পরে তাকে শিলিগুড়ি মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি গোয়ালপোখর থানার তিলনা বর্ডার আউট পোষ্টে। জখম জওয়ানের নাম প্রেম সিং। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।জানা গিয়েছে,নাটোআটোল সীমান্তে কতব্যরত অবস্থায় ছিলেন প্রেম সিং। তাঁর কাছে থাকা রাইফেল থেকে বুকে গুলি করে।সেই গুলি পিঠ দিয়ে বেরিয়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।গুলিবিদ্ধ জওয়ানকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।আত্মহত্যার চেষ্টা না অন্য কোন কারণ রয়েছে কিনা জানতে গোয়ালপোখর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    First published:

    Tags: BSF Jawan, Rifle