বোলপুর: বোলপুরএলাকায় একটি চায়ের দোকানে মিলল ওএমআর শিটে র্যাপ করা কেক। তার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। কী ভাবে এই ওএমআর শিট বাইরে এল বা তারা কোথা থেকে এই ওএমআর শিট পেয়ে কেক র্যাপ করল, তা নিয়ে সন্ধিহান সাধারণ মানুষ। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করছে, কোর্টের নির্দেশ মতো বেশ কিছু ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। আর এই সময়ে কীভাবে এই সমস্ত ওএমআর শিট বাইরে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
চায়ের দোকানের মালিককে সকালে কেক দিতে আসেন এক ব্যক্তি, তাঁর কাছে থেকেই নিয়মিত সমস্ত কেক তিনি কেনেন। কিন্তু এই ওএমআর শিট দেওয়া কেক কী ভাবে এলো তার কাছে, তিনি কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, আর পাঁচটা দিনের মতোই সকালে তিনি কেক কিনেছেন বেকারি থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে। তারপরেই দেখেন এই অবস্থা। যদিও চায়ের দোকানের মালিক তার নাম বা চায়ের দোকানের নাম বলতে চাননি, নিজের পরিচয় তিনি গোপন রাখতে চাইছেন।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মালদহে বাস ধর্মঘট, সংকটে পরীক্ষার্থীরা
অন্যদিকে, ওই বেকারির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, পুরনো বই খাতা বিক্রি করতে আসা বেশ কিছু ব্যক্তির কাছ থেকে তারা নিয়মিতই ওই সমস্ত পুরনো কাগজ কেনেন। তাদের কাছ থেকেই ওই ওএমআর শিটগুলি পাওয়া গিয়েছে। কোনও কিছু না দেখেই তারা কেক র্যাপ করেছে বলেই জানিয়েছে। শিক্ষার নিয়োগ দুর্নীতিতে কীভাবে সাফল্য পাবে সিবিআই, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। কারণ আদালত যখন নির্দেশ দিচ্ছে বেশ কিছু ওএমআর শিট প্রকাশ করতে হবে, সেখানে যে সমস্ত ওএমআর শিট ইতিমধ্যেই বাইরে বেরিয়ে গিয়েছে, সেই সমস্ত ওএমআর শিট কীভাবে পাওয়া সম্ভব হবে, তা নিয়েই বোলপুর শহর ও রাজনৈতিক মহলের অনেকের প্রশ্ন।
যদিও অনেক ব্যক্তির ধারণা এই সমস্ত ওএমআর শিটগুলি। আগে তো প্রাথমিক শিক্ষা নিয়োগের নাকি তা খতিয়ে দেখতে হবে। তবে ওই সমস্ত ওই মাসিকে যে ভাবে রোল নম্বর বা পূরণ করা রয়েছে যে সমস্ত উত্তর তা একপ্রকার নিশ্চিত করে দিচ্ছে যে ওই সমস্ত ওই সমস্ত ওএমআর শিট গুলি প্রাথমিক শিক্ষা নিয়োগের হতে পারে। যদিও এখনই বলা যাচ্ছে না যে ওই সমস্ত ওএমআর শিট গুলি কি প্রাথমিক নিয়োগের জন্য ব্যবহার করা হয়েছে না অন্য কোন পরীক্ষার ক্ষেত্রে ওই সমস্ত ওএমআর শিট গুলি ব্যবহৃত হয়েছে।
Indrojit Ruj
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bolpur