#খড়দহ: সম্পত্তির লোভে বৃদ্ধাকে বেধড়ক মার, গালিগালাজ। কাঠগড়ায় পুত্রবধূ। তাঁকে মদত দেওয়ার অভিযোগ পাড়াই দুই যুবকের বিরুদ্ধে। বুধবারের ঘটনা ঘিরে উত্তেজনা খড়দার রুইয়া পশ্চিমপাড়ায়।
বিএসএফ জওয়ান ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছেন মা। অভিযোগ, তারপর থেকেই আশি বছরের শৈবা বিশ্বাস ছেলে-বউয়ের গলার কাঁটা। নিত্য চলে অত্যাচার।
আরও পড়ুন
প্রতিবেশীদের দাবি, গৌতম বিশ্বাসের অনুপস্থিতিতে অত্যাচার বাড়ে বই কমে না। অসহায় বৃদ্ধাকে প্রায় রোজই মারধর করেন পুত্রবধূ কাবেরী বিশ্বাস। বুধবার তা চরমে ওঠায় ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা। সংবাদমাধ্যমের সামনেই সুবিচারের দাবিতে সরব হন স্থানীয়রা।
আরও পড়ুন
এদিনের ঘটনায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধেও কাবেরী বিশ্বাসকে মদতের অভিযোগ উঠেছে। তবে তিনি তা অস্বীকার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ। অভিযোগ খতিয়ে দেখছে তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Old woman tortured, Old woman tortured by daughter-in-law, Property Interest