• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অযত্নে পড়ে রয়েছে সংস্কৃত টোল, মূল্যবান পুঁথি, হেরিটেজ শহরের তকমা পেলেও অবহেলায় নবদ্বীপ

অযত্নে পড়ে রয়েছে সংস্কৃত টোল, মূল্যবান পুঁথি, হেরিটেজ শহরের তকমা পেলেও অবহেলায় নবদ্বীপ

 • Share this:

  #নবদ্বীপ: নবদ্বীপকে হেরিটেজ শহরের তকমা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, সেখানকার ইতিহাসকে বাঁচিয়ে রাখতে সংরক্ষণ ঠিক মতো হবে তো? হলে, কবে থেকে, কীভাবে? এ নিয়ে ধোঁয়াশায় নবদ্বীপ। একসময়ে বলা হত প্রাচ্যের অক্সফোর্ড। এরকমই টোলে পড়ানো হত সংস্কৃত....এখন সেখানে গরু ঘুরে বেড়ায়।

  খোলা মাঠে পড়ে আছে বল্লাল সেনের ঢিপি। একসময়ে যা ছিল সেন রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, কালের নিয়মে তাই মাটির ঢিপিতে পরিণত হয়েছে। ঢিপির নীচে চাপা পড়ে রয়েছে ইতিহাস। সে দিকে আজ আর সেভাবে কেই বা ফিরে তাকায়।

  শ্রীচৈতন্যের পরম ভক্ত চাঁদ কাজীর সমাধিও পড়ে রয়েছে অযত্নে...নবদ্বীপের বাঁকে বাঁকে ইতিহাস-ঐতিহ্য। যার অনেক কিছুই হারিয়ে গেছে। বাকি যা রয়েছে, তা সংরক্ষণের আশায়। রাজ্য সরকার নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করেছে। এবার কি ছবিটা পাল্টাবে? নবদ্বীপবাসী আশাবাদী। কিন্তু, রয়েছে ধোঁয়াশাও।

  রাজ্য সরকার নবদ্বীপকে হেরিটেজ শহর ঘোষণা করায় সেখানকার সকলেই খুশি। কিন্তু, অনেকে প্রশ্ন তুলছেন, এত দেরি করে কেন?

  হেরিটেজ শহরের তকমা মিলেছে। কিন্তু, ইতিহাস-ঐতিহ্যের ঠিক মতো সংরক্ষণ হবে তো? কবে থেকে শুরু হবে কাজ? কীভাবে হবে সংরক্ষণ? এরকমই নানা প্রশ্নের উত্তর খুঁজছে নবদ্বীপ।

  First published: