SUJIT BHOWMIK
#পটাশপুর: পটাশপুরে নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীর দেহ। মৃত তরুণীর নাম যমুনা সাহু(১৯)। বাড়ি পটাশপুর ছয়ঘরি গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পটাশপুর-২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতে ছয়ঘরি গ্রামের ওই তরুণী বেঙ্গালুরুর একটি নার্সিং কলেজে পড়াশুনা করতেন। লকডাউনের কারণে গত ১৮ মার্চ তিনি পটাশপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। জানা গিয়েছে, একসঙ্গে পরিবারের সকলের সঙ্গে বসে খাওয়াদাওয়ার সময় ওই ছাত্রীটির মোবাইলে একটি ফোন আসে। ফোনের অন্যপ্রান্তে যিনি ছিলেন তাঁর সঙ্গে ওই সময় কথা-কাটাকাটি হয় বলে পুলিশকে বাড়ির লোকেরা জানান। ফোন ছাড়ার পর থেকেই বাড়ির মেয়েকে মনমরা হয়ে পড়তে দেখা যায়।
এরপরই মোবাইল নিয়ে নিজের শোওয়ার রুমে যান ওই তরুণী। অনেক পরে রুমের ভেতর থেকে তরুণীর কোনও সাড়াশব্দ না পেয়ে চিন্তায় পড়েন বাড়ির লোকেরা। পরিবারের লোকেদের সন্দেহ হয়। দরজা ভেঙে ঢুকলে ঘরের মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সকলে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত কারণে মনোমালিন্যের কারণেই ওই তরুণী আত্মহত্যা করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: েহগমগ্া