#বীরভূম: বীরভূমের বোলপুর থানা এলাকার সিয়ান গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে বেশ কিছু তাজা বোমা পড়ে রয়েছে আজ, বুধবার সকাল থেকেই। সকালবেলায় গ্রামবাসীরা এই বোমা গুলি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে বোলপুর থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে ৷ পুলিশ গিয়ে বোমা গুলিকে ঘিরে রাখে এবং বম্ব স্কোয়াড-কে খবর দেওয়া হয়। ঘটনায় গ্রামের লোকজন এসে ভিড় করে ঘটনাস্থলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা প্রথমে বোমা গুলিকে পরীক্ষা করে। পরে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।
প্রথমে সিয়ান গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে থেকে বোমা সরিয়ে আনা হয় তারপরে পঞ্চায়েতের মূল ফটক খোলা হয় ৷ পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা পঞ্চায়েতের ভিতরে খুঁজে দেখেন আর কোথাও বোমা রয়েছে কী না। যদিও পঞ্চায়েত অফিসের ভিতরে কোনও বোমা উদ্ধার হয়নি।
তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের লোকজন ৷ কারণ রাতের অন্ধকারে কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ ৷
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bomb