তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা পড়াশোনায় অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে তা বারবার প্রমাণ করেছে বিভিন্ন পরীক্ষার ফলাফলে। আবারও একটা পরীক্ষা শুরু হতে চলেছে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে।
রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরগুলি তুলনায় অনেকটাই কমেছে। রাজ্যের অন্যান্য জেলার মতোই শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকা জেলা পূর্ব মেদিনীপুরেতেও মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এবার কম গতবারের তুলনায়।
আরও পড়ুন- দ্বিতীয় শ্রেণির খুদে পুড়ুয়াকে স্কুল শিক্ষকের বেধড়ক মারধর, ভর্তি হাসপাতালে
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এবার মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ৪২ হাজার ৬৮৬ জন। ২০২২ এ মাধ্যমিক পরীক্ষায় বসে ছিল জেলা জুড়ে ৬২ হাজারেরও বেশি ছাত্র ছাত্রী।
পূর্ব মেদিনীপুর জেলায় গতবারের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার কমল। মেদিনীপুর জেলা জুড়ে মোট ১০৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ হবে।
পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। জেলায় এবারও ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। জেলা জুড়ে ৬৬৩ স্কুল থেকে ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।
এবার মোট২০ হাজার ৯৪৫ জন ছাত্র এবং২১ হাজার ৭৪২ ছাত্রী পরীক্ষায় বসবে। গতবারের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা কমলেও ছাত্রদের তুলনায় বেশি ছাত্রী পরীক্ষায় বসবে।
আরও পড়ুন- গ্রামের মানুষের আইডি নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বীরভূমের চালকল মালিকের কাণ্ডে চমক
রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে এবছর মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষার সময়সীমা ৩ ঘন্টা ১৫ মিনিট।
পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩ টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে ১১ টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ।
কোভিডের কারণে ২০২২ সালে নিয়মকানুন মেনে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শুরু আগে পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে তাদের অভিভাকেরা। তবে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রে থেকে অভিভাকদের বেরিয়ে আসতে হবে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য মোতায়ন থাকবে পুলিশ। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে।
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Madhyamik 2023