#হাওড়া: বিয়ে বাড়ির পর এবার জন্মদিনের কেকেও উঠে এল NRC-র বিরুদ্ধে প্রতিবাদ ৷ হাওড়ার বালির বাসিন্দা অর্ক ঘোষের ২৮ বছরের জন্মদিনে ঠিক এই ঘটনাই ঘটল ৷ বন্ধুরা অর্কর জন্য নিয়ে এল ‘NO NRC , NO CAA, NO NRP’ লেখা কেক ৷
বৃহস্পতিবার সন্ধ্যায় এমন প্রতিবাদের জন্মদিন পালন দেখতে হঠাৎ করে ভিড় জমেছিল বালির রবীন্দ্রভবনের সামনের রাস্তায় | হ্যাপি বার্থ ডে সংগীতের বদলে অর্ক ও তার বন্ধুরা একসুরে আওয়াজ তুলেছিল NO NRC-NO CAA | বালির যুবকদের অভিনব প্রতিবাদের ভাষা মন কেড়েছে সাধারণ মানুষের ৷
CAA, NRC, NPR নিয়ে যখন প্রতিবাদের আগুন আছড়ে পড়ছে দেশের সর্বত্র, সেই সময় হাওড়ার বালির রবীন্দ্রভবন ঘাটে একদল যুবকের প্রতিবাদ যেন অন্য মাত্রা যোগ করল | বার্থ ডে বয় অর্কের দাবি তার জন্মদিন পালন করছে যে সব বন্ধুরা তাদের মধ্যে রয়েছে তার ছোট বেলার বন্ধু রবিউল খান | NRC-র মত আইন তার বন্ধুকে হারতে হতে পারে তাই তার প্রতিবাদের জন্মদিন হোক বন্ধুত্বের বন্ধন | আর বন্ধুদের দাবি সব বন্ধুর জন্মদিন তারা পালন করে তাদের নিজের মতো করে ৷ NRC বা CAA এর প্রতিবাদে আবার যদি কোনও বিষয় উঠে আসে যেখানে দেশের মানুষের সাথে প্রতিবাদে সামিল হতে হবে সেক্ষেত্রেও তারা পিছু হটবেনা | প্রতিবাদ যে আনন্দ উৎসবের মধ্যেও করা যায়, তাই প্রমান করল বালির এই একঝাঁক তরুণ ৷
Debasish Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।