মহিলা পর্যটকদের সুরক্ষায় এবার দিঘায় মহিলা নুলিয়া

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

মহিলা পর্যটকদের সুরক্ষায় এবার দিঘায় মহিলা নুলিয়া

  • Last Updated :
  • Share this:

    #কাঁথি: দিঘায় এবার দেখা যাবে মহিলা নুলিয়াদেরও। সমুদ্রে পর্যটকদের নিরাপত্তা দিতে নুলিয়ার সংখ্যা বাড়াতে চায় প্রশাসন। তাই বুধবার থেকে শুরু হয়েছে দু'দিনের পরীক্ষা। উত্তীর্ণ হলেই কাজে নিয়োগ।

    এক দু'দিনের ছুটি পেলেই বাঙালির ডেস্টিনেশন দিঘা,মন্দারমনি, তাজপুর। সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। কখনও সতর্কতার অভাবে। কখনও আবার মদ্যপ অবস্থায় সমুদ্রে দাপাদাপি। দুর্ঘটনাও ঘটে প্রায়ই। তাই নুলিয়ার সংখ্যা বাড়াতে চলেছে প্রশাসন।

    দিঘা, মন্দারমণি ও তাজপুরে ১৯ জন নুলিয়া রয়েছেন ৷ যা তুলনায় অনেকটাই কম ৷ বুধবার থেকে শুরু হয়েছে নুলিয়া প্রশিক্ষণ।

    - পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৬ জন পুরুষ ও ১২ জন মহিলা- টিউব, স্পিড বোট, লাইফ জ্যাকেট পড়ে প্রশিক্ষণ (দেওয়া হচ্ছে)

    - পুকুরে সাঁতারের প্রশিক্ষণ (চলছে)- হাতে কলমে উদ্ধারের প্রশিক্ষণ (দেওয়া হচ্ছে)

    তমলুকের মহকুমা শাসকের নজরদারিতে চলছে পরীক্ষায়। বর্তমানে মহিলা নুলিয়া নেই বললেই চলে। ফলে, মহিলা পর্যটকদের উদ্ধার করতে সমস্যা হয়। মহিলা নুলিয়ার সংখ্যা বাড়লে সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন।

    First published:

    Tags: Digha Beach, Woman life saver