হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দুই বউ, জানে না কেউ! সম্পত্তি তাহলে কার? স্বামীর মৃত্যুর পর সব ফাঁস

North 24 Parganas News: দুই বউ, জানে না কেউ! সম্পত্তি তাহলে কার? স্বামীর মৃত্যুর পর সব ফাঁস

বাড়িতে বিরাট অশান্তি

বাড়িতে বিরাট অশান্তি

North 24 Parganas News: মৃত স্বামীর রয়েছে প্রথম পক্ষের স্ত্রী! জানতেনই না দ্বিতীয় পক্ষের বউ, সম্পত্তি তাহলে কে পাবেন? দারুণ কাণ্ড

  • Share this:

উত্তর ২৪ পরগনা: মৃত স্বামীর সম্পত্তি দখল করতে এসে দ্বিতীয় পক্ষের স্ত্রীকে মারধরের অভিযোগ প্রথম পক্ষের স্ত্রী এবং ভাসুরের পরিবারের বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তদের উপর চড়াও হয় এলাকার মানুষ। মেরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় প্রথম পক্ষের স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাপাবেড়িয়া এক মাইল পোস্ট এলাকায়।

অভিযোগ, প্রশান্ত দে-র মা মৃত্যুর আগে জমি-সহ বাড়ি তাঁর ছোট ছেলে প্রশান্তর নামে লিখে দিয়ে যায়। এরপরই মৃত্যু হয় প্রশান্তর। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মৃত প্রশান্ত দে-র প্রথম পক্ষের স্ত্রী রিতা দে হঠাৎ তাঁদের বাড়িতে এসে দ্বিতীয় পক্ষের স্ত্রী শিল্পী দত্ত দে ও তাঁর বাচ্চাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। এমনকী বাড়ির ভেতর থেকে গেটে তালা মেরে দেওয়া হয়। দ্বিতীয় পক্ষের স্ত্রী শিল্পী দত্ত দের অভিযোগ, স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর কথা তিনি কোনও ভাবেই জানতেন না।

আরও পড়ুন: এমন প্রেমের কথা জীবনেও শোনেননি! ত্রিকোণ সম্পর্কের জেরে যা কাণ্ড হল, তাজ্জব বনগাঁ

বিয়ের পরও পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও শোনা জায়নি। এমনকী স্বামীর মৃত্যুর আগে তাঁকে কোনওদিন দেখেননি। এক বছর আগে হঠাৎই স্বামীর মৃত্যু হওয়ায় সম্পত্তি দখল করতে এসেছে তাঁরা। প্রতিবেশীরা জানিয়েছেন, আগে কোনও দিন শোনা যায়নি প্রশান্তর কোনও স্ত্রী আছে বা ছিল। এক বছর আগে শিল্পীর সঙ্গে প্রশান্তর বিয়ে হয় এই বাড়িতে। তা এলাকার সকলেই জানেন। হঠাৎ করে রিতা নামে এক মহিলা দাবি করছেন, সে নাকি প্রশান্তর প্রথম পক্ষের স্ত্রী।

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ শহরে কম মেট্রো চলছে, অবশ্যই জেনে নিন

সেই দাবি নিয়ে শিল্পী ও তাঁর এক বছরের ছেলেকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। এরপরে ক্ষিপ্ত এলাকার মানুষ চড়াও হয় রিতা দে ও তাঁর সঙ্গে আসা ভাসুরের পরিবারের চার জনের উপর। গেটের তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে অভিযুক্তদের গণধোলাই দেয়। শুধু তাই নয়, এলাকার মানুষ রিতা দে-কে গাছের সঙ্গে বেঁধেও রাখেন। মৃত প্রশান্ত দে-র দাদা সুশান্ত দে বলেন, শিল্পী দত্ত তাঁর ভাইয়ের স্ত্রী না। এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন।

রুদ্র নারায়ণ রায়

Published by:Raima Chakraborty
First published:

Tags: Crime News, North 24 Parganas news