#বর্ধমান: ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে । সামনেই বিধানসভা নির্বাচন । সেই উত্তাপে এখন ফুটছে গোটা বঙ্গ । কে জিতবে, কে হারবা...তাই নিয়ে চলছে চুলচেরা সমীক্ষা । তায়ের কাপে তুফান উঠছে । নিখঁত অঙ্ক কষছেন অনেকে । তৃণমূল সরকার ফের ক্ষমতায় আসবে, নাকি গেরুয়া শিবিরের হাতে যেতে চলেছে রাজ্যের ভার । নাকি এ বার লালের জোট কাঁপাবে রাজ্যের মাটি । এই নিয়েই এখন আলোচনা সর্বত্র ।
তবে সেই আলোচনার রেশ যে সটান বিয়ে বাড়ির অন্দরে ঢুকে পড়বে তা বোধহয় আন্দাজ করা যায়নি । তবে এমন ঘটনাই এ বার ঘটল বর্ধমানের গলসি থানার শিমুলিয়া এলাকার এক বিয়ে বাড়িতে । ‘বিজেপিকে একটিও ভোট নয়’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন নবদম্পতি ।
বর্ধমান গলসি থানার শিমুলিয়া গ্রাম নিবাসী পেশায় শিক্ষক শেখ মহঃ হাফিজুরের সঙ্গে গত ১০ মার্চ বিয়ে হয়েছে বীরভূমের তারাপীঠের সন্ধ্যাজোল গ্রামের বাসিন্দা আজিজা খাতুনের। ১১ তারিখ ছিল তাঁদের রিসেপশন, আর সেখানেই বর কনেকে দেখা গেল এমন কান্ড করতে, তাঁদের একটাই বক্তব্য অন্য আর যে কোনও দলকে ভোট দিন, কিন্তু বিজেপিকে নয়। মুহূর্তেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ।