#পুরুলিয়া: জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে সুরক্ষা ব্যবস্থা না নিয়েই। এমনই অভিযোগ৷ রাস্তার ধারে যেন মারণ ফাঁদ৷ আর তার মধ্যেই হাজারে হাজারে গাড়ি ছুটছে অনবরত৷ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ পাশাপাশি কাজও চলছে ধীর গতিতে l মানা হচ্ছে না রোড সেফটি নিয়ম l চান্ডিল থেকে পুরুলিয়া হয়ে চাষমোড় ৭৫ কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে l তবে এই সম্প্রসারণের কাজ ধীর গতিতে হচ্ছে বলে দাবি বাসিন্দাদেরl পাশাপাশি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজের সময় যত্রতত্র গর্ত খোঁড়া হয়ে থাকলেও নেওয়া হয়নি সুরক্ষা ব্যবস্থা। অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা l এরফলে দুর্ঘটনাও ঘটছে l সমস্যায় রয়েছে সাধারণ মানুষ l
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল l এদিকে সংস্থার সিনিয়র হাইওয়ে ইঞ্জিনিয়ার রাজেন্দ্র ঠাকুর জানান, "বর্ষার কারণেই কাজ থমকে ছিল এতদিন l আবার নতুন করে কাজ শুরু হয়েছেl পাশাপাশি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য যাদের জমি নেওয়া হয়েছে তাদের টাকা দিতে দেরি হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে, নির্মাণ কাজেও ব্যাঘাত ঘটেছে l তবে সুরক্ষার সব ব্যবস্থা নিয়েই কাজ হচ্ছে"৷
এদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ শেষ হোক পাশা পাশি সুরক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিক সংস্থা৷ তবে অভিযোগ মানতে নারাজ সিনিয়র হাইওয়ে ইঞ্জিনিয়ার রাজেন্দ্র ঠাকুর৷ তিনি জানান সুরক্ষা ব্যবস্থা নিয়েই কাজ হচ্ছে।
Indrajit Mondalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।