corona virus btn
corona virus btn
Loading

৩ দিন পর অবশেষে দিঘায় কমল বৃষ্টি, রোদ ওঠায় খুশি পর্যটকরা

৩ দিন পর অবশেষে দিঘায় কমল বৃষ্টি, রোদ ওঠায় খুশি পর্যটকরা
  • Share this:

#দিঘা: ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটছে দিঘায় ৷ গত দু’আড়াই দিনের তুলনায় আজ সৈকত শহরের আবহাওয়ার অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে। দিঘার আকাশে মেঘলা ভাব কাটছে, কমেছে বৃষ্টিও। মেঘ কাটিয়ে আকাশে উঁকি মারছে রোদও। এসবের মধ্যেই আজ শনিবার ৷ কাল রবিবার, সঙ্গে কালীপুজো। দিঘায় ভিড় বাড়ছে পর্যটকদের। ইতিমধ্যেই যারা দিঘায় পৌঁছেছেন সেই সব পর্যটকরা মজেছেন সমুদ্রে। সমুদ্রের উত্তাল ঢেউ জলোচ্ছ্বাস ঘিরে আনন্দে মেতেছেন দিঘায় হাজির পর্যটকরা। যদিও আজও পর্যটকদের সতর্ক করে মাইকিং চলছে দিঘার সি বিচ গুলিতে।

First published: October 26, 2019, 1:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर