• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ডেথ সার্টিফিকেটে নাম নেই, মৃতদেহ ফেরাল শ্মশান !

ডেথ সার্টিফিকেটে নাম নেই, মৃতদেহ ফেরাল শ্মশান !

Representational Image

Representational Image

মৃতের শংসাপত্রে নাম না লেখায় শশ্মান ঘাট থেকে মৃতদেহ ফিরিয়ে আনা হল হাসপাতালে।

 • Share this:

  #রানাঘাট: মৃতের শংসাপত্রে নাম উল্লেখ না থাকায় শশ্মান ঘাট থেকে মৃতদেহ ফিরিয়ে আনা হল হাসপাতালে।

  মৃতদেহ নিয়ে হাসপাতালে এরপর বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন । হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই ঘটনায় মুখ খুলতে নরাজ।অভিযোগ, মঙ্গলবার রানাঘাট হাসপাতাল থেকে মঞ্জু শীল (৫৫) নামে এক মহিলাকে নিয়ে আসা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ এরপর ডেথ সার্টিফিকেটে মঞ্জু শীলের নাম না লিখেই দেহ ছেড়ে দেওয়া হয়।

  রাতে রানাঘাট থেকে শান্তিপুর শশ্মানে নিয়ে গেলে ওখানে নজরে আসে পুরো বিষয়টি ৷ এরপর শবদেহ না পুড়িয়ে পুনরায় জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয়। এখনও হাসপাতালে মৃতদেহ আগলে রয়েছেন মঞ্জুদেবীর পরিবার ৷

  First published: