• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • NO MORE WASTING OF FOOD AS BOLPUR YOUTHS TAKE INITIATIVE TO DISTRIBUTE EXCESS MARRIAGE RECEPTION FOOD TO POOR PEOPLE

অনাহারে দিন কাটানো মানুষগুলির কাছে পৌঁছে যাবে বিয়ে বাড়ির বাড়তি খাবার...

Photo: News 18 Bangla

 • Share this:

  #বোলপুর: বিয়েবাড়ি বা অন্য কোনও অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবারই তুলে দেওয়া দুঃস্থদের পাতে। যাতে খাবারও নষ্ট না হয়, আর যাঁদের প্রয়োজন, তাঁদের কাছে সেই খাবার পৌঁছে দেওয়া যায়। এমনই উদ্যোগ বোলপুর শহরের ৬ বাসিন্দার। বোলপুর খাদ্য সারথীর পাশে দাঁড়াতে তৈরি শহরবাসীও।

  বোলপুর শহরের প্রাণকেন্দ্রে বোলপুর স্টেশন। সেখানেই পাত পেড়ে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন। পুরোটাই এলাকা সংলগ্ন বস্তির বাসিন্দা এবং স্টেশনের ভবঘুরে, ভিক্ষুকদের জন্য। গত ৬ মাস ধরে মাঝেমধ্যেই রাতের দিকে স্টেশনর বাইরে এি ছবি দেখা যায়। সৌজন্যে বোলপুর খাদ্য সারথী।

  বিয়েবাড়ি হোক বা অন্য কোনও অনুষ্ঠান। বেঁচে যাওয়া খাবার পরদিন সকালে ডাস্টবিন থেকে তুলে খেতে দেখা যায় অনেককেই। সেই খাবার যদি আগেই সরাসরি কোনও সংস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া যায় দুঃস্থদের কাছে। তাতে ক্ষতি কী? বোলপুর শহরের বাসিন্দারাও সাদরে খাবার সরবরাহ করছেন খাদ্য সারথীকে।

  এভাবে আগে কখনও কেউ তাঁদের কথা ভাবেনি। খাদ্য সারথীর উদ্যোগে আপ্লুত এলাকাবাসী। ৬ জন সদস্যকে সঙ্গে নিয়ে ছোট্ট পরিসরে পথচলা শুরু। তবে লক্ষ্যটা অনেক বড়। আগামী পাঁচ বছরে দেশে আর কোনও খাদ্য সমস্যা থাকবে না। বোলপুর খাদ্য সারথীর স্বপ্ন এটাই।

  First published: