#রামপুরহাট: ভোটের উত্তাপ এবার বিয়ে বাড়িতে৷ ভোট নিয়ে কত কিছুই না ঘটে। তারকা প্রার্থীরাও চলে আসেন আমজনতার হাতের নাগালে। আবার ট্রেনে- বাসে চড়েও প্রচার সারেন প্রার্থীরাও। তবে এবার বিরল ঘটনা ঘটালেন রাজ্যেরই এক নবদম্পতি। 'বিজেপিকে একটিও ভোট নয়', এমন আবেদন নিয়েই বিয়ের অনুষ্ঠানে অতিথিদের সামনে দাঁড়ালেন তাঁরা৷ আর বিয়ের নেমন্তন্ন খেতে এসে এমন কাণ্ড দেখে অবাক অতিথিরাও৷
গত ১০ই মার্চ পূর্ব বর্ধমানের গলসি থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক শেখ মহঃ হাফিজুরের সঙ্গে বীরভূমের তারাপীঠের সন্ধ্যাজোল গ্রামের আজিজা খাতুনের বিয়ে হয়। এর ঠিক পরের দিন অর্থাৎ ১১ মার্চ গলসি গ্রামে আয়োজিত প্রীতিভোজের আসরে হাফিজুর এবং আজিজা 'বিজেপিকে একটিও ভোট নয়' লেখা প্ল্যাকার্ড হাতে ক্য়ামেরার সামনে পোজ দেন। অনেকেই তাঁদের এই উদ্যোগকে রাজনৈতিক গিমিক বললেও নববিবাহিত দম্পতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা সমাজের সচেতন মানুষের কাছে একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন। বিজেপি ছাড়া যে কোনও রাজনৈতিক দলকেই মানুষ ভোট দিতে পারেন। তবে বিজেপিকে যেন ভোট না দেওয়া হয়। এমনই আবেদন হাফিজুর ও আজিজার৷
কিন্তু কী কারণে বিয়ের আসরে এমন রাজনৈতিক আবেদন ? মহম্মদ হাফিজুর বলেন, 'বিজেপি-র শাসনে দেশের অবস্থা খারাপ হয়েছে। বাংলাতে জাতিভেদের উপর ভোট করানোর চেষ্টা হচ্ছে। কৃষকদের ফসলের বিক্রির নিয়ন্ত্রণ থাকছে ব্যবসায়ীদের হাতে। আমি একটি কৃষি পরিবার থেকে উঠে এসেছি। আমি জানি কৃষকদের যন্ত্রণা। এর প্রতিবাদে করতেই আমি উদ্যোগ নিয়েছে। যে কোনও দলকে ভোট দিন, কিন্তু বিজেপি-কে একদম নয়।' একই বক্তব্য় হাফিজুরের স্ত্রী আজিজারও৷
বিয়ে বাড়িতে আসা অনেকেই বলছেন, এই হয়তো শুরু৷ হাফিজুর- আজিজার দেখাদেখি অন্যান্য আরও অনেক নবদম্পতি হয়তো একই পথে হাঁটতে পারেন৷ ফলে রাজনীতির প্রভাব এবার চায়ের দোকান, পাড়ার মোড়ের আড্ডা ছাড়িয়ে বিয়ে বাড়িতেও ঢুকে পড়ল বলে৷
Akshoy Dhibar