#পুরুলিয়া: তৈরি করার এক মাসের মধ্যে সামান্য জলের তোড়েই ভেঙে গেল সেতু। প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির তৈরি করা ওই সেতু এক মাসের মধ্যেই কিভাবে ভেঙে গেল তা নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাত।
মঙ্গলবার বাঘমুণ্ডির সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালডোবরার ভাঙা সেতু পরিদর্শনে গিয়ে এবিষয়ে সরব হন বিধায়ক। একই সঙ্গে ওই সেতু সংস্কারের পাশাপাশি দ্রুত এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দেন বিধায়ক। গত ১৭ জুন সুইসা এলাকার শালডোবরা সেতুর একাংশ জলের তোড়ে ভেঙে যায়। সুইসা বাজার,স্বাস্থ্যকেন্দ্র, স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মঙ্গলবার শালডোবরার সেতু পরিদর্শনে যান বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত। এছাড়াও পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া,বাঘমুণ্ডির বিডিও উপস্থিত ছিলেন এদিন । বিধায়ক বলেন, ‘‘ওই সেতু ভেঙে যাওয়াতে কয়েক হাজার মানুষ সমস্যায়। নতুন তৈরী ওই সেতু কি করে এত তাড়াতাড়ি ভেঙে পড়ল সে বিষয়ে লিখিত অভিযোগও করব জেলা প্রশাসনকে। যথাযত তদন্ত হওয়া প্রয়োজন।’’
তিনি আরও বলেছেন , ‘‘গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন, জেলাপ্রশাসনকে জানিয়েছি। দ্রুত গ্রামবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।তদন্তের পাশাপাশি দ্রুত সেতু সংস্কার হোক দাবি স্থানীয় বাসিন্দাদের।’’
Indrajit Mandal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia