হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মুর্শিদাবাদে আরও এক নতুন থানার সূচনা, জলঙ্গি ব্লকে যুক্ত হল সাগরপাড়া থানা

মুর্শিদাবাদে আরও এক নতুন থানার সূচনা, জলঙ্গি ব্লকে যুক্ত হল সাগরপাড়া থানা

সীমান্তবর্তী এলাকার মানুষের সুবিধার জন্য জলঙ্গি থানাকে দুটি ভাগে ভাগ করা হল বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

  • Share this:

#জলঙ্গি: শুভ উদ্বোধন হল সাগর পাড়া থানার। মুর্শিদাবাদের ২৮ নম্বর থানা হিসেবে জলঙ্গিতে সাগর পাড়া থানা কাজ শুরু করল। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবারি রাজ কুমার ফিতে কেটে সোমবার নতুন থানার শুভ সূচনা করেন।

মুর্শিদাবাদ জেলায় পুলিশ জেলা হিসাবে দুটি ভাগে রয়েছে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই পুলিশ জেলায় দু'জন পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করেন। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত চারটি থানা ও মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত ২৩টি থানা ছিল। সাগরপাড়া থানা যুক্ত হওয়ায় তা বেড়ে হল ২৪টি।

সীমান্তবর্তী এলাকার মানুষের সুবিধার জন্য জলঙ্গি থানাকে দুটি ভাগে ভাগ করা হল বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মুর্শিদাবাদের ডোমকল সাব-ডিভিশন পাঁচ নম্বর থানা হিসেবে আত্মপ্রকাশ করল সাগরপাড়া থানা। এ দিনের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি কে সবারি রাজ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার, ডোমকল মহকুমা পুলিশ অফিসার ফারুক মোহাম্মদ চৌধুরীর।

এ দিন সাগরপাড়া থানার ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্বজিৎ হালদার। ২ জন এসআই, পাঁচজন এএসআই নিয়ে আজ নতুন থানার কাজ শুরু করল। সোমবার উদ্বোধনের পাশাপাশি সমস্ত পুলিশ বাহিনীদের নিয়ে আজ সেভ ড্রাইভ সেভ লাইফের শুভ সূচনা করলেন পুলিশ সুপার কে সবারি রাজ কুমার।

Pranab Kumar Banerjee

Published by:Shubhagata Dey
First published:

Tags: Murshidabad, New police station