#Egiye Bangla: পর্যটক টানতে ৫০ লক্ষ টাকায় পুরুলিয়ায় তৈরি হল পুরসভার অতিথি আবাস

#Egiye Bangla: পর্যটক টানতে ৫০ লক্ষ টাকায় পুরুলিয়ায় তৈরি হল পুরসভার অতিথি আবাস

এর সঙ্গেই পুরুলিয়া শহরের সাহেববাঁধে তৈরি হয়েছে শিকারা পয়েন্ট। শিকারা পয়েন্টে নৌকাবিহার করতে পারছেন মানুষ।

  • Share this:

#পুরুলিয়া: শীতের মরসুম ছাড়াও সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে পুরুলিয়ায়। পর্যটকদের থাকার জায়গার চাহিদাও অনেক। েসদিকে খেয়াল রেখে পুরুলিয়া পুরসভা তৈরি করেছে নিজস্ব অতিথি আবাস।

অযোধ্যা, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, বড়ন্তী, দোলাডাঙা, পাকবিড়রা, দেউলঘাটা-সহ পুরুলিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রের সারাবছরই ভিড়। বিশেষ করে শীতের সময়। ভ্রপণপিপাসুদের কাছে থাকার জায়গার চাহিদাও অনেক। পর্যটক টানতে ও আয় বাড়াতে তাই পুরসভা তৈরি করেছে নিজস্ব অতিথি আবাস। পুরুলিয়ার সাহেববাঁধের গা ঘেঁসেই পুরসভা চত্বরের এক কোণে তৈরি হয়েছে তিন তলা অতিথি আবাস।

পুরুলিয়া পুরসভার অতিথি আবাস

-------------------------------

- ৫০ লক্ষ টাকায় তৈরি অতিথি আবাস

- দোতলা ও তিনতলায় মোট ৬টি ঘর

- পুরসভার তহবিল থেকেই অতিথি আবাস তৈরি

এর সঙ্গেই পুরুলিয়া শহরের সাহেববাঁধে তৈরি হয়েছে শিকারা পয়েন্ট। শিকারা পয়েন্টে নৌকাবিহার করতে পারছেন মানুষ। সবমিলিয়ে মিলিয়ে পুরুলিয়া শহর পর্যটক টানতে আরও সেজে উঠেছে।

First published: November 14, 2019, 9:49 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर