corona virus btn
corona virus btn
Loading

ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার উদ্ধার , NRC থেকে দুর্নীতি সব বিষয়েই গণ আদালতে বিচারের হুমকি

ফের জঙ্গলমহলে মাওবাদী পোস্টার উদ্ধার , NRC থেকে দুর্নীতি সব বিষয়েই গণ আদালতে বিচারের হুমকি
  • Share this:

#বাঁকুড়া: ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার জঙ্গল মহলের সারেঙ্গায় । আজ সকালে সারেঙ্গার বিএলআরও অফিসের দেওয়ালে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা বেশ কিছু পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা । এই পোস্টারের প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই (মাওইস্ট) । পোস্টারগুলির কোনওটিতে nrc চালুর তীব্র বিরোধিতা করে বলা হয়েছে, এন আর সি চালু হলে প্রতিরোধ গড়ে তোলা হবে । কোথাও দুর্নীতিবাজ তৃণমুল নেতা ও আধিকারিকদের চিহ্নিত করে গণআদালতে বিচারের হুমকি দেওয়া হয়েছে । সাধারণ মানুষকে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা ও আধিকারিক এবং পুলিশের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে । খবর পাওয়ার পরই সারেঙ্গা থানার পুলিশ তড়িঘড়ি পোস্টারগুলি উদ্ধার করে । এই পোস্টারগুলির দেওয়ার পিছনে প্রকৃতই মাওবাদীরা রয়েছে নাকি অন্য কেউ দিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । একসময় মাওবাদী প্রভাবিত এলাকা হিসাবে পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুরের লালগড় লাগোয়া সারেঙ্গা । সেখানেই নতুন করে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

Published by: Elina Datta
First published: November 25, 2019, 7:31 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर