#হলদিয়া: বরাদ্দ টাকার চেয়ে কম খরচেই তৈরি হল জেটি। হলদি নদীর ঘাটে তৈরি হয়েছে জেটি। তার ফলে হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে নদীপথে যাতায়াত আরও সহজ হল।
হলদি নদীতে নন্দীগ্রামের দিকে জেটিঘাট ছিল। কিন্তু ছিল না হলদিয়ার দিকে। বাসিন্দারা জেটিঘাটের দাবি জানাচ্ছেন অনেক দিন ধরেই। দাবি পূরণের প্রতিশ্রুতিও এসেছে অনেকবার। নন্দীগ্রাম ও হলদিয়ার মানুষের নদীপথে যাতায়াতে ছিল যন্ত্রণার। শনিবার অবশ্য হলদি নদী দেখল হাসিমুখ। হলদিয়ার দিকে তৈরি হল ভাসমান জেটি।
হলদি নদীর তীরে ভাসমান জেটি
-------------------------------
- নতুন জেটি ২৫ মিটার লম্বা ও ৮ মিটার চওড়া
- জেটি তৈরিতে বরাদ্দ করা হয় সাড়ে ৩ কোটি টাকা
- (কিন্তু) জেটি তৈরিতে খরচ হয়েছে ২ কোটি ৮১ লক্ষ টাকা
- ৭ মাসে তৈরি হয়েছে নতুন জেটি
পরিবহণ মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী নতুন জেিটর উদ্বোধন করেন। নতুন জেটিঘাট হওয়ায় লঞ্চের কর্মী ও যাত্রীরা খুশি।