#Egiye Bangla:পড়াশোনার একঘেয়েমি নয়, চন্দ্রকোণার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতের খেলার ছলে পড়ানো হচ্ছে

#Egiye Bangla:পড়াশোনার একঘেয়েমি নয়, চন্দ্রকোণার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতের খেলার ছলে পড়ানো হচ্ছে

খেলতে খেলতে পড়াশোনা। একঘেয়ে নয়, খেলার ছলে শিশুদের পড়াশোনা করাতে উদ্যোগী রাজ্য সরকার

  • Share this:

#চন্দ্রকোণা: খেলতে খেলতে পড়াশোনা। একঘেয়ে নয়, খেলার ছলে শিশুদের পড়াশোনা করাতে উদ্যোগী রাজ্য সরকার। চন্দ্রকোণা দুই পঞ্চায়েত সমিতির ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চােয়তে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজর কেড়েছে। রঙিন ছবি ও পশুপাখির মডেল দেখিয়ে শিশুদের পড়াশোনা করানো হচ্ছে।

দোলনায় দোল দোল, ঘোরাঘুরি গোল গোল...হাঁসের পিঠে অনেক মজা... পড়াশোনা ভীষণ সোজা..

পড়াশোনার একঘেয়েমি নয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে খেলার ছলে শিশুদের পড়াশোনা করানো হচ্ছে। পঃমেদিনীপুরের চন্দ্রকোণা দুই পঞ্চায়েত সমিতির ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতে এমনই এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখন পড়া পড়া খেলা। দেওয়ালে আঁকা মণীষী, পশুপাখি, শাকসবজি, ফলমূলের ছবি। শিশু আলয়ের বাইরে তৈরি মিনি পার্ক। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছেড়ে আর বাড়িতে যেতে চাইছে না শিশুরা।আগে এই শিশু আলয়ে খুদেরা যেতেই চাইত না। এখন অবশ্য প্রতিদিন রংচঙে দুনিয়ার হাতছানি। হুটোপাটি।

First published: November 22, 2019, 10:31 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर