• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • #Egiye Bangla: মশাবাহিত রোগ রুখতে কর্মসূচি কাকদ্বীপে, মশা মারতে স্প্রে ও ধোঁয়া

#Egiye Bangla: মশাবাহিত রোগ রুখতে কর্মসূচি কাকদ্বীপে, মশা মারতে স্প্রে ও ধোঁয়া

News 18 Network

News 18 Network

 • Share this:

  #কাকদ্বীপ : শহর থেকে গ্রাম। বিভিন্ন সময়ে থাবা বসিয়েছে ডেঙ্গি। মৃত্যুর সংখ্যাও কম নয়। মশাবাহিত রোগের প্রকোপ রুখতে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। এগিয়ে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতও। জ‍ঞ্জাল সাফাই, মশা মারার স্প্রে ও ধোঁয়া দেওয়া হয়েছে এলাকায়।

  মশা মারতে স্প্রে বা ধোঁয়ার ব্যবহার। মশাবাহিত রোগের প্রকোপ কমাতে সচেতনতার প্রচার। শহরাঞ্চলে এ তো আকছার দেখা যায়। পুরসভার উদ্যোগে মশাবাহিত রোগ নিয়ে সচেতনতার প্রচারও করা হয়। তবে গ্রামাঞ্চলেও এবার সেই ছবি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মশা মারতে একাধিক কর্মসূচি েনওয়া হয়েছে। জেলার মধ্যে প্রথম এই ধরনের উদ্যোগ। একটি কর্মশালার আয়োজন করে গ্রামবাসীদের সচেতন করা হয়েছে ইতিমধ্যেই। কর্মশালায় ব্লক স্তরের স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের বিভিন্ন তথ্য জানিয়েছেন। পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বনির্ভর দলের সদস্যরাও।

  মশাবাহিত রোগ রুখতে কর্মসূচি-

  - প্রতি বাড়িতে নজরদারি করছে পঞ্চায়েত - জমা জল ও আবর্জনা থাকলে সাফাইয়ের পরামর্শ - পোড়া মোবিল ও কীটনাশক ছড়ানোর কাজ - মাইকিং করে সচেতনতার প্রচার - মশা মারতে স্প্রে ও ধোঁয়া - ট্যাবলো ও হ্যান্ডবিল বিতরণ

  প্রতিবারই রাজ্যে ডেঙ্গি, ম্যালেরিয়া বা এনসেফালাইটিসের মত মশাবাহিত রোগের প্রকোপ দেখা দেয়। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটে। শহর বা শহরতলিতে প্রশাসনের তরফ থেকে বারবার সচেতন করা হয়। রোগ হানা দেওয়ার আগেই প্রচারে সতর্ক হন মানুষ। কিন্তু গ্রামাঞ্চলে পঞ্চােয়তের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অনেকটাই নতুন। প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও খুশি। মশা মারতে নিজেরাই তৈরি তাঁরা।

  First published: