• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • দিওয়ালিতে এই রঙিন প্রদীপ পুতুলে সাজবে ঘর

দিওয়ালিতে এই রঙিন প্রদীপ পুতুলে সাজবে ঘর

দীপাবলি মানেই তো আলোর উৎসব। গত কয়েক বছর ধরে ডায়মন্ড টুনি, ক্যান্ডেল টুনি, এলইডি চেন, লেজারের রমরমায় মাটির প্রদীপের বাজার বেশ মন্দা ছিল। এ বছর পাল্টেছে সেই ছবি।

দীপাবলি মানেই তো আলোর উৎসব। গত কয়েক বছর ধরে ডায়মন্ড টুনি, ক্যান্ডেল টুনি, এলইডি চেন, লেজারের রমরমায় মাটির প্রদীপের বাজার বেশ মন্দা ছিল। এ বছর পাল্টেছে সেই ছবি।

দীপাবলি মানেই তো আলোর উৎসব। গত কয়েক বছর ধরে ডায়মন্ড টুনি, ক্যান্ডেল টুনি, এলইডি চেন, লেজারের রমরমায় মাটির প্রদীপের বাজার বেশ মন্দা ছিল। এ বছর পাল্টেছে সেই ছবি।

 • Share this:

  #কলকাতা: বদলাচ্ছে ভাবনা। বাড়ছে সচেতনতা। মাটির টানে যেন মাটির কাছে ফেরা। টুনি, এলইডি নয়, প্রদীপের স্নিগ্ধ আলো থাকবে মন জুড়ে। দীপাবলির আগে চিনা আলোকে পিছনে ফেলে মাটির সামগ্রী দখল নিয়েছে পুরুলিয়ার বাজার। চাহিদা থাকায় হাসি মুখে দিনরাত কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা।

  দীপাবলি মানেই তো আলোর উৎসব। গত কয়েক বছর ধরে ডায়মন্ড টুনি, ক্যান্ডেল টুনি, এলইডি চেন, লেজারের রমরমায় মাটির প্রদীপের বাজার বেশ মন্দা ছিল। এ বছর পাল্টেছে সেই ছবি। আলোর উৎসবে মাটির প্রদীপ, মাটির পুতুলে মজেছে পুরুলিয়া। দু হাত ভরা প্রদীপ। সারি সারি দাঁড়িয়ে রঙিন পুতুল। দীপাবলির রাত আলোয় ভরিয়ে দেবে মাটির পুতুল, মাটির প্রদীপ। কুমোরপাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। মৃৎশিল্পীদের দাবি, এ বছর মাটির প্রদীপের চাহিদা উর্ধ্বমুখী। এই বিশেষ ধরনের পুতুল তৈরিতে সিদ্ধহস্ত পুরুলিয়ার শিল্পীরা। নাওয়া-খাওয়া ভুলে পরিবারের সবাই এখন কাজ করছেন। গত কয়েক বছর ধরে পুরুলিয়ায় চিনা আলোর দাপটে মাটির সামগ্রীর বিক্রিবাটা বেশ কম হচ্ছিল। এবার জেলা ছাড়িয়ে রাজ্যের বাইরেও যাচ্ছে মাটির প্রদীপ, পুতুল। আলোর উৎসবে মাটির পঞ্চ প্রদীপ, রঙিন পুতুলে সেজে উঠবে ঘর।
  Published by:Elina Datta
  First published: