• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • স্কুলে ইভটিজিং রুখতে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের !

স্কুলে ইভটিজিং রুখতে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের !

স্কুলে ইভটিজিং রুখতে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের।

স্কুলে ইভটিজিং রুখতে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের।

স্কুলে ইভটিজিং রুখতে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের।

 • Share this:

  #বীরভূম: স্কুলে ইভটিজিং রুখতে আজব নিয়ম জারি কর্তৃপক্ষের। বীরভূমের কাঁকরতলার বড়রা হাইস্কুলের ছাত্রদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ জানায় ছাত্রীরা। দু-সপ্তাহ ধরে তিনদিন ছাত্রদের ও তিন দিন ছাত্রীদের স্কুলে আসার নির্দেশ দেন প্রধান শিক্ষক। ঘটনায় বিদ্যালয় পরিদর্শককে তদন্তের নির্দেশ দেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সোমবার থেকে একসঙ্গেই স্কুল করানোর নির্দেশ দিয়েছেন বিদ্যালয় পরিদর্শক। সিদ্ধান্ত সঠিক হয়নি, মেনেছেন হেডমাস্টার।

  ছেলে-মেয়েকে আলাদা রাখলেই নাকি রোখা যাবে ইভটিজিং। এমনই নিদান বীরভূমের কাঁকরতলার বড়রা হাইস্কুলে। ঘটনার সূত্রপাত দু’সপ্তাহ আগে। ছাত্রীদের অভিযোগ, ছাত্ররা মোবাইলে অশ্লীল সিনেমা দেখে। ইভটিজিং করে। এরপরই স্কুল কর্তপক্ষ তিনদিন ছাত্রদের ও তিনদিন ছাত্রীদের স্কুলে আসার নির্দেশ দেন। যদিও এই নির্দেশিকায় সমস্যায় পড়ুয়ারা।

  ইভটিজিং রুখতে স্কুলে আজব নিয়ম জারি এরপরে সপ্তাহে তিনদিন ছাত্রদের, তিনদিন ছাত্রীদের অনুপস্থিতির নিদান দেয় স্কুল কর্তৃপক্ষ। আরও অভিযোগ, স্কুলের মধ্যেই ছাত্ররা মোবাইলে অশ্লীল সিনেমা দেখে !

  প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনে ডিআই-কে স্কুলে যাওয়ারও নির্দেশ দেওয়া হবে। জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।

  First published: