#সোনারপুর: সংবাদ শিরোনামে শিশুদের উপর যৌন নির্যাতনের একের পর এক ঘটনা ৷ ফের সামনে এল ৪ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ। সোনারপুরের বিদ্যাধরপুরের ঘটনায় চাঞ্চল্য।
কার্টুন দেখানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল পাশের বাড়ির প্রৌঢ় ৷ তারপরই বাচ্চাটির উপর যৌন নির্যাতন চালান প্রতিবেশী বলে অভিযোগ ৷ শিশুটি যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করে সব ঘটনা জানতে পারে অভিভাবকেরা ৷
তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত স্বপন চক্রবর্তীর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে বুধবারই বারুইপুর আদালতে পেশ করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Child Abuse, Child Molestation, Four Years old girl abused, Minor Rape