#কলকাতা : মঙ্গলবার বিধানসভায় প্রথম বক্তব্য রাখলেন নবগঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী( Naushad Siddiqui )। শুক্রবার ছিল বিধানসভায় তাঁর প্রথম দিন। নতুন অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে রেখেছেন আই এস এফ জোটের বিধানসভায় প্রতিনিধি, নওশাদ (Naushad Siddiqui)। এরপরে আজ প্রথমবার সভায় দঁড়িয়ে বক্তব্য রাখলেন তিনি। এদিনের ভাষণে তিনি বলেন, "বাংলার সমগ্র ঐক্য ধরে রাখতে চাই।" বিধায়ক হিসেবে নিজে আক্রান্ত হওয়ার প্রসঙ্গও তুলেছেন নওশাদ। একইসঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় পুলিশি ভূমিকার সমালোচনা করেন তিনি।
তাঁর বক্তব্যে এদিন ভাঙড়, ক্যানিংয়ে লাগাতার অশান্তির প্রসঙ্গ তুলে ধরেন নওশাদ (Naushad Siddiqui)। চাকরি ক্ষেত্রে ও স্কুলে নিয়োগে দূর্নীতির প্রসঙ্গেও সরব হন তিনি। মুখ খোলেন ভ্যাকসিন দূর্নীতি নিয়েও। তাঁর কথায়, "শহরে ভুয়ো আই এ এস ঘুরছে। এই চক্রান্ত অনেক গভীরে।" চিট ফান্ড কান্ডের টাকা এখনও অনেকে পাননি বলেও এদিনের বক্তব্যে সোচ্চার হন তিনি। করোনাকালে চিকিৎসা পরিষেবার অব্যবস্থা নিয়েও সরকারের সমালোচনা করেন নওশাদ। তাঁর কথায়, "হাসপাতালে উপযুক্ত চিকিৎসা চাই। রেড ভলান্টিয়াররা বরং করোনাকালে অনেক ভাল কাজ করছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly, ISF, Naushad Siddiqui