• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আত্মঘাতী হলেন জাতীয় স্তরের সাঁতারু মৌপ্রিয়া মিত্র

আত্মঘাতী হলেন জাতীয় স্তরের সাঁতারু মৌপ্রিয়া মিত্র

Representational Image

Representational Image

আত্মঘাতী জাতীয় ডাইভার মৌপ্রিয়া মিত্র। মঙ্গলবার সকালে ব্যান্ডেলের মানসপুরের বাড়ি থেকে তার ওড়ানা জড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 • Share this:

  #হুগলি: আত্মঘাতী জাতীয় ডাইভার মৌপ্রিয়া মিত্র। মঙ্গলবার সকালে ব্যান্ডেলের মানসপুরের বাড়ি থেকে তার ওড়ানা জড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২০১৬ সালে কলম্বোতে সাফ গেমসে সোনা ও রূপো জিতেছিল ১৬ বছরের মৌপ্রিয়া। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

  আগামী জুন মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য পুণে যাওয়ার কথা ছিল। এদিন সকালে চূঁচুড়ায় অনুশীলন করে বাড়ি ফেরার পরেই এই ঘটনা ঘটে। কী কারণে এই আত্মহত্যা, তার তদন্তে পুলিশ।

  এবছরই হুগলি গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মৌপ্রিয়া। সোমবার বিকেলে চুঁচুড়া সুইমিং ক্লাবে সাঁতারের অনুশীলন করে বাড়ি ফিরে নিজের ঘরে চলে যায় মৌপ্রিয়া ৷ কিছুক্ষণ পর ঘরের জানলা দিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান মৌপ্রিয়ার মা ৷ তড়িঘড়ি দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

  আরও পড়ুন: সোশ্য়াল মিডিয়ায় আপত্তিকর ছবি ছড়ানোর অপরাধে গ্রেফতার এক যুবক

  First published: